ফের শুরু শিক্ষক বদলি প্রক্রিয়া, আজ অনলাইনে মিলবে শংসাপত্র

ফের শুরু শিক্ষক বদলি প্রক্রিয়া, আজ অনলাইনে মিলবে শংসাপত্র

 

 
কলকাতা: আনুষ্ঠানিকভাবে স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হলেও তা দীর্ঘদিন ধরে থমকে গিয়েছে৷ করোনা আবহে সেই জট আরও বেড়েছিল৷ বদলি হওয়ার নির্দেশ পাওয়া সত্ত্বেও এতদিন তা কার্যকর হয়ে উঠছিল না৷ কমিশনের অফিস থেকে সরাসরি শংসাপত্র সংগ্রহ করতে পারছিলেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরা৷ এবার থমকে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি প্রক্রিয়া শুরু করতে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন৷ আজ সন্ধ্যা থেকে অনলাইনে মিলবে বদলি সংক্রান্ত শংসাপত্র৷

স্কুল সার্ভিস কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ কারণে বদলির আবেদন জানানো যে সমস্ত প্রার্থীরা করোনা আহবে সশরীরে কমিশনের দফতরে গিয়ে বদলি সংক্রান্ত শংসাপত্র সংগ্রহ করতে পারছিলেন না৷ বর্তামন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ শংসাপত্র ডাক মারফত পাঠানো যাচ্ছে না৷ এবার সেই সমস্যা সমাধানে অনলাইনে শংসাপত্র দিয়ে বদলি প্রক্রিয়া আজ থেকে শুরু করছে কমিশন৷ গত ২৬ জুনের মধ্যে যাঁরা বদলির জন্য আবেদন করেছিলেন, তাঁরা তাঁদের শংসাপত্র কমিশনের ওয়েবসাইটে থেকে সংগ্রহ করতে পারবেন৷ আজ সন্ধ্যা থেকে বদলির সংক্রান্ত শংসাপত্র কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে৷

কীভাবে মিলবে শংসাপত্র? বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, শংসাপত্র সংগ্রহ করার জন্য আবেদনকারীকে প্রথমে কমিশনের ওয়েবসাইটে যেতে হবে৷ সেখানে বদলি প্রক্রিয়া সংক্রান্ত নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার পর ফাইল নম্বর ও প্রার্থীর নাম স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাখিল করতে হবে৷ এরপর অনলাইনে শংসাপত্র ডাউনলোড করা যাবে৷ দুটি শংসাপত্র ডাউনলোড করে রাখতে হবে৷ একটি শংসাপত্র নিজের কাছে রেখে, বাকি স্কুলকে দিতে হবে৷ এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ আজ সন্ধ্যা থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন৷ তবে, আপস ও সাধারণ বদলি সংক্রান্ত কোনও তথ্য এখনও দেয়নি কমিশন৷ নতুন করে কোনও আবেদন জনা নেওয়া হবে কি না, তাও উল্লেখ করেনি কমিশন৷ http://wbsschelpdesk.com/sscorg/wbssc/specialtransfer/searchResult/ এই লিঙ্ক থেকে সরাসরি শংসাপত্র ডাউনলোড করে নেওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =