মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ‘নির্জলা অনশনে’র প্রস্তুতি SSC চাকরিপ্রার্থীদের

কলকাতা: চাকরি প্রার্থীদের উৎকণ্ঠা বাড়িয়েছে নির্বাচনের দিন ঘোষণা৷ টানা ১২ দিনের অনশনের পড়ও টনক নড়েনি প্রশাসনের৷ সমস্যা সমাধানে কমিশন-শিক্ষামন্ত্রীর সঙ্গে জোড়া বৈঠক করেও মেলেনি সুরাহা৷ ফলে, এই পরিস্থিতি দাঁড়িয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছেন অনশনরত চাকরিপ্রার্থীরা৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনও ভাবেই কর্মসূচি প্রত্যাহারে নারাজ তাঁরা৷ প্রয়োজনে নির্জলা অনশনেরও ডাক দেওয়া হতে পারে বলে খবর৷ আজ, সন্ধ্যায়

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ‘নির্জলা অনশনে’র প্রস্তুতি SSC চাকরিপ্রার্থীদের

কলকাতা: চাকরি প্রার্থীদের উৎকণ্ঠা বাড়িয়েছে নির্বাচনের দিন ঘোষণা৷ টানা ১২ দিনের অনশনের পড়ও টনক নড়েনি প্রশাসনের৷ সমস্যা সমাধানে কমিশন-শিক্ষামন্ত্রীর সঙ্গে জোড়া বৈঠক করেও মেলেনি সুরাহা৷ ফলে, এই পরিস্থিতি দাঁড়িয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছেন অনশনরত চাকরিপ্রার্থীরা৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনও ভাবেই কর্মসূচি প্রত্যাহারে নারাজ তাঁরা৷ প্রয়োজনে নির্জলা অনশনেরও ডাক দেওয়া হতে পারে বলে খবর৷ আজ, সন্ধ্যায় বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চাকরি-প্রার্থী রাকেশ প্রামাণিক৷

টানা অনশন চালিয়ে আজ সোমবার আরও দু’জন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন৷ এখনও পর্যন্ত ৪৫ জন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর৷ দিনের পর দিন একনাগাড়ে অনশন চালিয়ে যাওয়ার পরও কোনও সমাধান সূত্রে তৈরি না হওয়ায় চূড়ান্ত ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা৷ বাড়ছে জেদ৷

SSC ছাত্র যুব অধিকার মঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হোক ভোটের ঘোষণা৷ কিন্তু, তাঁরা তাঁদের ন্যায্য দাবি থেকে সরে দাঁড়াবেন না৷ প্রয়োজনে মৃত্যুর কাছে হার স্বীকার করতে রাজি, তবুও নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত অনশন থেকে উঠে যাতে নারাজ প্রার্থীরা৷

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ‘নির্জলা অনশনে’র প্রস্তুতি SSC চাকরিপ্রার্থীদেরSSC ছাত্র যুব অধিকার মঞ্চের তরফে রাকেশ প্রামাণিক বলেন, ‘‘আজ আরও দু’জন নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন৷  শেখ নিজামুদ্দিন ও বিশু সরকার অসুস্থ হয়ে পড়েছেন৷ গৌর কাস্যের অবস্থা আশঙ্কাজনক৷ দু’দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ এই ভাবে টানা অনশন চললে আমাদের মৃত্যু অনিবার্য৷ এভাবে আর কত দিন আমাদের কষ্ট করতে হবে জানি না৷ তবে, দাবি পূরণের জন্য আমরা মৃত্যুকেও উপেক্ষা করতে রাজি৷’’

মৃত্যুকে উপেক্ষা করে টানা চাকরিপ্রার্থীরা অনশন চালিয়ে যাওয়ার পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগও তুলেছেন শিক্ষামন্ত্রী৷ বৃহস্পতিবার এসএসসি চাকরিপ্রার্থীদের একরোখা মনোভাবে রাজনীতির রঙ লেগেছে বলে আশঙ্কা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজনীতির রঙ নয়, সরকারের নজর কাড়তেই এবার অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘অনশনের পেছনে কলকাঠি নাড়ছে রাজনৈতির৷ আলোচনার পরও যদি ওরা অনশন করে, আমি কী করতে পারি বলুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =