নয়াদিল্লি: স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি’র নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে বড়বড় পরিবর্ত এনে প্রেস বিজ্ঞপ্তি জারি মানব সম্পদবিকাশমন্ত্রকের৷ পরীক্ষা ব্যবস্থা যাতে সুষ্ঠভাবে শেষ করা যায়, তা নিশ্চিত করতে এসএসসি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জ্যামার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ এসএসসি-র মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএসের নন-টেকনিক্যাল পরীক্ষা থেকে এই নতুন প্রক্রিয়া শুরু হয়েছে৷
হাজারিবাগ, ধানবাদ, বোকারো ইস্পাত নগরী, জামশেদপুর, বেরহামপুর-গঞ্জাম, রাউরকেল্লা, হুগলী, আসানসোল এবং শিলিগুড়ির পরীক্ষা কেন্দ্রগুলিতে এই জ্যামার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব পরীক্ষা কেন্দ্রগুলিতে ১০ আগস্টের পরীক্ষার দিন থেকে জ্যামার লাগানো থাকবে৷ আগামী ২২ আগস্ট পর্যন্ত তা কার্যকর থাকবে।
নকল পরীক্ষার্থীদের আটকাতে প্রত্যেক পরীক্ষার্থীর কেন্দ্রে প্রবেশের সময় জন্মের প্রকৃত প্রমানপত্র মিলিয়ে দেখা হবে৷ জন্মের প্রমানপত্রের কোনও ফোটোকপি বৈধ হবে না৷ এই সংক্রান্ত তথ্য পরীক্ষার্থীদের চারবার এসএমএস-এর মাধ্যমে ইতিমধ্যেই জানানো হয়েছে৷