কলকাতা: চাকরি-প্রার্থীদের দাবি মেনে নবম-দশম ও একাদশ-দ্বাদশের তৃতীয় দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন৷ কিন্তু, কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হলেও অনশন তুলতে নারাজ SSC-র সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷ তাঁদের দাবি, টানা ন’দিনের অনশন ঠেকাতে তাৎক্ষণিক ভাবে কমিশন বিজ্ঞপ্তি জারি করলেও পূর্ণাঙ্গ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনও পদক্ষেপই নেয়নি কমিশন৷ পূর্ণাঙ্গ শূন্যপদ প্রকাশ ও সমস্ত ওয়েটিং তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের চাকরি নিশ্চিত না হওয়ায় পর্যন্ত অনশন চলবে বলে শুক্রবার সাফ জানিয়ে দিলেন অনশনরত প্রার্থীরা৷
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চাকরির দাবিতে মেয়ো রেডে অনশনে বসেছেন ৪০০ চাকরিপ্রার্থী৷ দাবি ছিল, অবিলম্বে সমস্ত ওয়েটিং চাকরিপ্রার্থীদের নিয়োগ নিশ্চিত করা ও পূর্ণাঙ্গ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি৷ এই দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দু’দফায় আলোচনা করেও মেলেনি সমাধান৷ সমস্যা সমাধানের আশ্বাস পেলেও চাকরিপ্রার্থীরা চেয়েছিলেন লিখিত প্রতিশ্রুতি৷ শুক্রবার ওয়েটিং চাকরিপ্রার্থীদের জন্য শিক্ষক নিয়োগের তৃতীয় দফায় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হলেও মূল দাবি পূর্ণ হয়নি অনশনরত চাকরিপ্রার্থীদের৷
এবিষয়ে চাকরিপ্রার্থী রাকেশ প্রামাণিক আজ বিকেল ডট কমকে জানান, ‘‘আমাদের দাবি ছিল দুটি৷ পূর্ণাঙ্গ শূন্যপদে নিয়োগ ও সমস্ত ওয়েটিং চাকরিপ্রার্থীদের নিয়োগ নিশ্চিত করা৷ শুক্রবার কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি তাৎক্ষনিক পদক্ষেপ হলে মূল দাবিগুলি এখনও অধরা৷ কারণ, কমিশনের গেজেট অনুযায়ী নিয়োগের ১৫ আগে আপটুডেট শূন্যপদ জানানো বাধ্যতামূক৷ কিন্তু, কমিশন তা করছে না৷ ২০১৪ সালের শূন্যপদ দেখিয়ে এখন নিয়োগ করা হচ্ছে৷ কিন্তু, আমরা তা কোনও ভাবেই মেনে নেব না৷ ফলে, আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চালিয়ে যাব৷’’
কিন্তু, কেন এই সমস্যা? চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১১ সালে ১৮ হাজার ও ২০১৩ সালে শেষ ৩৩ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ হয়েছিল৷ কিন্তু, তার পর আর শিক্ষক নিয়োগ না হওয়ায় প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে ফাইল বন্দি অবস্থায়৷ কমিশন সূত্রে খবর, ২০১৪ সাল পর্যন্ত শূন্যপদে নিয়োগের তোড়জোড় শুরু হলেও ২০১৮ পর্যন্ত শূন্যপদ আপডেট হয়নি৷ শূন্যপদ আপডেট না হওয়ায় ওয়েটিং তালিকায় থাকা চাকরিপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন৷ মূলত, এই বঞ্চনার বিরুদ্ধেই এবার সরব SSC ছাত্র-যুব অধিকার মঞ্চ৷ তাঁদের দাবি, কম সংখ্যক শূন্যপদে বিপুল পরিমাণ ওয়েটিং প্রার্থীকে ডাকা হচ্ছে৷ কাউন্সেলিং পর্বে পৌঁছেও শূন্যপদ বিভ্রাটে চাকরি পাচ্ছেন না সফল প্রার্থীরা৷ আর তাতেই বাড়ছে বিপত্তি৷
কমিশন সূত্রে খবর, পূর্ণাঙ্গ শূন্যপদ আপডেট করার কাজ চললেও আপাতত ওয়েটিংদের জন্য বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নবম-দশমে ওয়েটিং তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং হবে পাঁচ দিন৷ ২৬, ২৭, ২৮, ২৯ ও পয়লা এপ্রিল কাউন্সেলিং হবে৷ ২৬০০ শূন্যপদের জন্য এই কাউন্সেলিং হবে বলে জানা গিয়েছে৷ এখানে দেখুন বিজ্ঞপ্তি
একাদাশ-দ্বাদশের ওয়েটিং প্রার্থীদের জন্য দু’দিন কাউন্সেলিং করা হবে৷ আগামী ১৯ ও ২০ মার্চ কাউন্সেলিংয়ের দিন ধার্য করা হয়েছে৷ ৭৫০ শূন্যপদে নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে৷ এখানে দেখুন বিজ্ঞপ্তি