উৎসবের আবহে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র

কলকাতা: বসন্ত উৎসের আনন্দো কয়েক গুণ বাড়িয়ে দিল স্কুল সার্ভিস কমিশনের নয়া বিজ্ঞপ্তি৷ আজ থেকেই ইন্টিমেশন লেটার ও শূন্যপদের তালিকা জানা যাবে৷ এই লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি৷ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র তৃতীয় দফায় এসএলএসটি বা অ্যাসিস্ট্যান্ট টিচার অনুযায়ী নবম-দশম শ্রেণির সফল ওয়েটিং লিস্টের প্রার্থীদের জন্য ইন্টিমেশন লেটার আপলোড করা হয়েছে৷ নিজের ১৪ অঙ্কের রোল নম্বর

উৎসবের আবহে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র

কলকাতা: বসন্ত উৎসের আনন্দো কয়েক গুণ বাড়িয়ে দিল স্কুল সার্ভিস কমিশনের নয়া বিজ্ঞপ্তি৷ আজ থেকেই ইন্টিমেশন লেটার ও শূন্যপদের তালিকা জানা যাবে৷ এই লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি৷

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র তৃতীয় দফায় এসএলএসটি বা অ্যাসিস্ট্যান্ট টিচার অনুযায়ী নবম-দশম শ্রেণির সফল ওয়েটিং লিস্টের প্রার্থীদের জন্য ইন্টিমেশন লেটার আপলোড করা হয়েছে৷ নিজের ১৪ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে তা ডাউনলোড করে নিতে পারেন। এই লিঙ্ক থেকে: এই লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি৷  http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1Counselling0910PH3/searchResult/ এছাড়াও শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে৷ এই লিঙ্কে http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalVacancySchool0910PH3/ তবে, ভোটের বিধি নিষেধ লাগু হওয়ার মধ্যেই শিক্ষক নিয়োগ যাতে থমকে না যায়, নিশ্চিত করতে কমিশনে চিঠি দেয় স্কুল সার্ভিস কমিশন৷ চিঠির উত্তর মিলতেই এই বিজ্ঞপ্তি৷ যদিও এর আগে ‘আজ বিকেল ডট কম’ এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে৷

অন্যদিকে, হোলির এলাহি আয়োজন দূরে রেখে খালি পেটে ফাল্গুনের রোদে পুড়লেন বাংলার ভবিষ্যৎ শিক্ষকদের একাংশ৷ আজ, টানা ২২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন SSC  চাকরিপ্রার্থীদের একাংশ৷

উৎসবের আবহে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-রচাকরির দাবিতে আজ, বিবর্ণ বসন্ত উদযাপন করছেন চাকরিপ্রার্থীরা৷ রঙ হিন হলিতে সামিল টানা ২২ দিন অনশন চালিয়ে যাওয়া হবু শিক্ষকদের একাংশ৷ চাকরিপ্রার্থীদের দাবি একটাই, চাকরি৷ পেটে খিদে, মনে জেট নিয়ে টানা ২২ দিন ধরে রাজপথে বসেই আজ গুমড়ে কাদছেন অন্তত ৪০০ সফল পরীক্ষার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =