কলকাতা: নিয়োগের দাবিতে একদিকে যখন চলছে SSC চাকরিপ্রার্থীদের অনশন, ঠিক তখনই সাঁওতালি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে আবেদনের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন৷ নয়া এই বিজ্ঞপ্তি জারি হতেই ওয়েটিং ও সফল চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ একের এক মামলা, শূন্যপদ বিভ্রাটের জেরে থমকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ মেধা তালিকায় থাকা সত্ত্বেও দীর্ঘদিন লড়াই আন্দোলন চালিয়েও এখনও নিয়োগপত্র পাননি চাকরিপ্রার্থীদের একাংশ৷ এই পরিস্থিতির মাঝে সাঁওতালি মাধ্যম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রার্থীরা ৫ থেকে ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল, ২২ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। কিন্তু টাকা জমা দেওয়ার প্রক্রিয়া তৈরি হয়নি। তাই সেই সময়সীমা বাতিল করে নতুন করে আবার দিন ঘোষণা করল কমিশন।এ ছাড়াও সাঁওতালি মাধ্যম বিদ্যালয়গুলিতে এই ভাষায় পড়ানোর জন্য ২৮৪ জন শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা৷