শিক্ষক নিয়োগে শূন্যপদ বাড়াচ্ছে SSC, শুরু হচ্ছে চতুর্থ কাউন্সেলিং

কলকাতা: ফের চতুর্থ পর্যায়ের কাউন্সেলিং করতে চলছে স্কুল সার্ভিস কমিশন৷ বাড়ছে শূন্যপদ৷ কমিশন সূত্রে খবর, নবব-দশমে শূন্যপদ এক ধাক্কায় অনেকটাই বাড়ছে৷ ১৫১১টি শূন্যপদ বাড়াতে চলেছে কমিশন৷ একাদশ-দ্বাদশে ৮০২টি শূন্যপদ বাড়ানো হচ্ছে বলে কমিশন সূত্রে খবর৷ কাউন্সেলিংয়ের পর এই পদগুলিতে নিগোয় হবে বলে জানা গিয়েছে৷ ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে বলেও খবর৷ তবে, চতুর্থ

শিক্ষক নিয়োগে শূন্যপদ বাড়াচ্ছে SSC, শুরু হচ্ছে চতুর্থ কাউন্সেলিং

কলকাতা: ফের চতুর্থ পর্যায়ের কাউন্সেলিং করতে চলছে স্কুল সার্ভিস কমিশন৷ বাড়ছে শূন্যপদ৷ কমিশন সূত্রে খবর, নবব-দশমে শূন্যপদ এক ধাক্কায় অনেকটাই বাড়ছে৷ ১৫১১টি শূন্যপদ বাড়াতে চলেছে কমিশন৷

একাদশ-দ্বাদশে ৮০২টি শূন্যপদ বাড়ানো হচ্ছে বলে কমিশন সূত্রে খবর৷ কাউন্সেলিংয়ের পর এই পদগুলিতে নিগোয় হবে বলে জানা গিয়েছে৷ ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে বলেও খবর৷ তবে, চতুর্থ পর্যায়ের কাউন্সেলিং কবে শুরু হবে, তা এখনও কিছু জানা সম্ভব হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 19 =