নিয়োগ জট কাটাতে অবশেষে বড় পদক্ষেপ SSC-র

আজ বিকেল: সম্প্রতি এসএসসি চাকরিপ্রার্থীদের প্রায় ১ মাস ব্যাপী অনশনের পর রাজ্য সরকার তাঁদের চাকরি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য একটি ৫ সদস্যের একটি কমিটি গঠন করতে বাধ্য হয়৷ অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর তরফে আশ্বাসের পরদিন রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, এই ৫ সদস্যের সরকারি প্রতিনিধি ছাড়াও অনশনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সংগঠনের তরফে আরও ৫

নিয়োগ জট কাটাতে অবশেষে বড় পদক্ষেপ SSC-র

আজ বিকেল: সম্প্রতি এসএসসি চাকরিপ্রার্থীদের প্রায় ১ মাস ব্যাপী অনশনের পর রাজ্য সরকার তাঁদের চাকরি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য একটি ৫ সদস্যের একটি কমিটি গঠন করতে বাধ্য হয়৷ অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর তরফে আশ্বাসের পরদিন রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, এই ৫ সদস্যের সরকারি প্রতিনিধি ছাড়াও অনশনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সংগঠনের তরফে আরও ৫ জনকে নিয়ে বর্ধিত কমিটি গঠিত হবে৷ এরপর প্রায় ৯দিন অতিক্রান্ত হওয়ার পর এসএসসি নিয়োগ সংক্রান্ত বর্ধিত সেই কমিটি’র সভা বসতে চলেছে চলতি সপ্তাহেই৷

চাকরিপ্রার্থীদের ১৪দফা দাবিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত যে রিপোর্ট তৈরি হয়েছে সেই নিয়েই বর্ধিত কমিটিতে আলোচনা হবে বলে জানা গেছে৷ আরো জানা গেছে, আইনি সমস্ত দিক খতিয়ে দেখে যত বেশি সংখ্যক চাকরি যাতে দেওয়া যায় সেই ব্যাপারে সচেষ্টা হচ্ছে কমিটি৷

এদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, ‘আমাদের প্রধান কাজ হচ্ছে আইনের আওতায় থেকে যত বেশি সম্ভব চাকরিপ্রার্থীদের নিয়োগ করা৷’ বোঝা যাচ্ছে, অনশন মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাসের ফলে আর চুপ করে বসে থাকতে পারছে না স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ৷ এটাই এখন চাকরিপ্রার্থীদের কাছে আশার আলো৷ এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় দাঁড়ায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 3 =