SSC-র অনশন: রাজনৈতিক ‘অভিসন্ধি’ দেখছেন শিক্ষামন্ত্রী, লাফিয়ে বাড়ছে অসুস্থ প্রার্থীর সংখ্যা

কলকাতা : ১০ দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন৷ হেলদোল নেই রাজ্য সরকারের। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের চাওয়া হলেও শুক্রবার অনশন মঞ্চের অদূরের সভা করলেও ‘ফিরেও’ দেখননি মুখ্যমন্ত্রী৷ এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অনশনের পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগও তুলেছেন শিক্ষামন্ত্রী৷ চাকরিপ্রার্থীদের নিয়ে সরকার-বিরোধী টানাপোড়েন শুরু হলেও টানা অনশনের জেরে এখনও পর্যন্ত ৩৯

d04f559b34c3a005d268470adb7a57f6

SSC-র অনশন: রাজনৈতিক ‘অভিসন্ধি’ দেখছেন শিক্ষামন্ত্রী, লাফিয়ে বাড়ছে অসুস্থ প্রার্থীর সংখ্যা

কলকাতা : ১০ দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন৷ হেলদোল নেই রাজ্য সরকারের। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের চাওয়া হলেও শুক্রবার অনশন মঞ্চের অদূরের সভা করলেও ‘ফিরেও’ দেখননি মুখ্যমন্ত্রী৷ এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অনশনের পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগও তুলেছেন শিক্ষামন্ত্রী৷ চাকরিপ্রার্থীদের নিয়ে সরকার-বিরোধী টানাপোড়েন শুরু হলেও টানা অনশনের জেরে এখনও পর্যন্ত ৩৯ জন অসুস্থ হয়ে পড়েছেন৷ একজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে৷ আজ, শনিবার নতুন করে চার জন চাকরিপ্রার্থীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে৷

SSC-র অনশন: রাজনৈতিক ‘অভিসন্ধি’ দেখছেন শিক্ষামন্ত্রী, লাফিয়ে বাড়ছে অসুস্থ প্রার্থীর সংখ্যাSSC ছাত্র যুব অধিকার মঞ্চের তরফে রাকেশ প্রামাণিক বলেন, ‘‘আজ আজ নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন৷ কৌশিক নস্কর, ঝান্টু হালদার, জয়ন্তী সেন অসুস্থ হয়ে পড়েছেন৷ গৌর কাস্যের অবস্থা আশঙ্কাজনক৷ দু’দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ এই ভাবে টানা অনশন চললে আমাদের মৃত্যু অনিবার্য৷ এভাবে আর কত দিন আমাদের কষ্ট করতে হবে জানি না৷ তবে, দাবি পূরণের জন্য আমরা মৃত্যুকেও উপেক্ষা করতে রাজি৷’’

মৃত্যুকে উপেক্ষা করে টানা ১০ দিন চাকরিপ্রার্থীরা অনশন চালিয়ে যাওয়ার পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগও তুলেছেন শিক্ষামন্ত্রী৷ বৃহস্পতিবার এসএসসি চাকরিপ্রার্থীদের একরোখা মনোভাবে রাজনীতির রঙ লেগেছে বলে আশঙ্কা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজনীতির রঙ নয়, সরকারের নজর কাড়তেই এবার অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘অনশনের পেছনে কলকাঠি নাড়ছে রাজনৈতির৷ আলোচনার পরও যদি ওরা অনশন করে, আমি কী করতে পারি বলুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *