বিফলে গেল SSC-র অনশন প্রত্যাহার! ৭ দিনেও রিপোর্টে ‘না’ কমিশনের

কলকাতা: বিফলে গেল SSC-র অনশন প্রত্যাহার! এক সপ্তাহ পরও রিপোর্ট জমাই দিতে পারল না স্কুল সার্ভিস কমিশন৷ শিক্ষা দপ্তরের নির্দেশ নেমে আজ কমিশনের তরফে অনশনরত চাকরি-প্রার্থীদের দাবি-দাওয়া জানিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল৷ বিকাশ ভবন সূত্রে খবর, আজ, নির্ধারিত সময়ের মধ্যে এখনও পর্যন্ত রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে পারেনি কমিশন৷ গত ২৮ মার্চ

বিফলে গেল SSC-র অনশন প্রত্যাহার! ৭ দিনেও রিপোর্টে ‘না’ কমিশনের

কলকাতা: বিফলে গেল SSC-র অনশন প্রত্যাহার! এক সপ্তাহ পরও রিপোর্ট জমাই দিতে পারল না স্কুল সার্ভিস কমিশন৷ শিক্ষা দপ্তরের নির্দেশ নেমে আজ কমিশনের তরফে অনশনরত চাকরি-প্রার্থীদের দাবি-দাওয়া জানিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল৷ বিকাশ ভবন সূত্রে খবর, আজ, নির্ধারিত সময়ের মধ্যে এখনও পর্যন্ত রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে পারেনি কমিশন৷

বিফলে গেল SSC-র অনশন প্রত্যাহার! ৭ দিনেও রিপোর্টে ‘না’ কমিশনেরগত ২৮ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ওপর ভরসা রেখে অনশন প্রত্যাহার করেন SSC চাকরি-প্রার্থীদের একাংশ৷ এর আগে পরিস্থিতি মোকাবিলায় শিক্ষামন্ত্রীর তরফেও পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়৷ ওই কমিটির কাছে বিস্তারিত দাবি-দাওয়া জানিয়ে আসেন অনশনরত প্রার্থীরা৷ এর পর স্কুল শিক্ষা-দপ্তরের তরফেও পৃথক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ আজই ছিল শেষ দিন৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও রিপোর্টই বিকাশ ভবনে পৌঁছায়নি! আর এই নিয়ে নতুন করে দানা বেধে বিতর্ক৷

এবিষয়ে অনশনরত চাকরিপ্রার্থী রাকেশ প্রামাণিক ও কপিল মিত্রি জানান, ‘‘কমিশন বলেছিল ৪-৫ তারিখে ফোন করে যোগাযোগ করে নেবে৷ কিন্তু, এখনও পর্যন্ত আমাদের কাউকেই ফোন করেননি কমিশনের কর্তারা৷ জানি না, এখন কী হবে৷ তবে, আমরা প্রতারিত হলে কাউকে ছেড়ে কথা বলব না৷’’

এর আগে মুখ্যমন্ত্রী নিজে অনশনমঞ্চে এসে সমস্যা সমাধানের আশ্বাস দেন৷ কিন্তু, তার পরও কমিশনের এই উদাসীনতা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ তবে মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসে অনশন তুলে নেওয়া হলেও জুন মাসের প্রথম সপ্তাহের সময়সীমা পর্যন্ত চাকরিপ্রার্থীরা সমস্যা সমাধান না হলে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে SSC যুবছাত্র অধিকার মঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =