SSC-র অনশন মঞ্চে পার্থ, কাজে এল না শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি! কী বললেন মন্ত্রী?

কলকাতা: প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে না৷ চাই লিখিত আশ্বাস৷ শনিবার শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়েও অনশন তুলতে নারাজ এসএসসির অনশনরত চাকরিপ্রার্থীরা৷ চাকরিপ্রার্থীদের সাফ দাবি, তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত লিখিত আশ্বাস মিলছে, ততক্ষণ তাঁদের এই কর্মসূচি চলবে বলেও জানানো হয়৷ [এই লিঙ্কে ক্লিক করে দেখুন শিক্ষামন্ত্রীর বার্তা] শনিবার এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে হাজির হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

SSC-র অনশন মঞ্চে পার্থ, কাজে এল না শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি! কী বললেন মন্ত্রী?

কলকাতা: প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে না৷ চাই লিখিত আশ্বাস৷ শনিবার শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়েও অনশন তুলতে নারাজ এসএসসির অনশনরত চাকরিপ্রার্থীরা৷ চাকরিপ্রার্থীদের সাফ দাবি, তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত লিখিত আশ্বাস মিলছে, ততক্ষণ তাঁদের এই কর্মসূচি চলবে বলেও জানানো হয়৷ [এই লিঙ্কে ক্লিক করে দেখুন শিক্ষামন্ত্রীর বার্তা]

শনিবার এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে হাজির হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ অনশনরত সফল চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন৷ দেন একগুচ্ছ আশ্বাস৷ শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যা মেটাতে আলোচনার বসার বার্তা দিয়ে৷ সঙ্গে অনশন প্রত্যাহের আর্জি জানান শিক্ষামন্ত্রী৷

এদিন সন্ধ্যায় দীর্ঘক্ষণ চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে সমস্যা জানান চেষ্টা করেন শিক্ষামন্ত্রী৷ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী জানান, ‘‘আগামী মঙ্গলবার তোমার বিকাশ ভবনে আসো৷ ওখানে তোমাদের সঙ্গে কথা বলব৷ এখন তোমরা অনশন তুলে নাও৷’’ জবাবে চাকরিপ্রার্থীরা সিট আপডেটের দাবি জানান৷ শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, সিট আপডেট সম্ভব নয়৷ তবে, চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধান করা হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী৷ এদিন শিক্ষামন্ত্রীর পা ধরেও সিট বৃদ্ধির দাবি জানান৷

সাংবাদিকদের সামনে শিক্ষামন্ত্রী বলেন, “অনশনকারীদের সঙ্গে দেখা হলো। ওদের অনশন তুলে নেওয়ার কথা বললাম। আসলে মুখ্যমন্ত্রী নিজেও ওদের এই অনশনে খুব চিন্তিত। ওদের মঙ্গলবার আসতে বলেছি। তারপর দেখি কী করা যায়। কিন্তু অকৃতকার্যকে তো আর কৃতকার্য করতে পারবো না।”

শনিবার সকালেই সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী যান অনশনকারীদের সঙ্গে দেখা করতে। সেখান থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করে তিনি বলেন, “এতগুলো পরীক্ষার্থী এখানে অনশন করছে। আপনি এদের সঙ্গে এসে একটু দেখা করুন।” তারপরেই সন্ধেবেলা পার্থবাবু যান সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + seventeen =