SSC-র অনশন: শঙ্খ ঘোষের পর এবার সৌমিত্রর খোলা চিঠি

কলকাতা: এবার এসএসসি চাররিপ্রার্থীদের অনশনকে সমর্থনে খোলা চিঠি দিয়ে নিজের অবস্থান জানালেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ শঙ্খবাবুর মতোই চিঠি লিখে তিনি স্কুল সার্ভিস কমিশনের অনশনরত পরীক্ষার্থীদের পাশে দিয়েছেন৷ অনশনরত পরীক্ষার্থীদের সংগঠনের কাছে নিজে হাতে একটি চিঠি লিখে পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায়৷ চিঠিতে এসএসসি পরীক্ষার্থীরা যে কষ্ট সহ্য করে এই অনশনের মাধ্যমে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করছেন,

SSC-র অনশন: শঙ্খ ঘোষের পর এবার সৌমিত্রর খোলা চিঠি

কলকাতা: এবার এসএসসি চাররিপ্রার্থীদের অনশনকে সমর্থনে খোলা চিঠি দিয়ে নিজের অবস্থান জানালেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ শঙ্খবাবুর মতোই চিঠি লিখে তিনি স্কুল সার্ভিস কমিশনের অনশনরত পরীক্ষার্থীদের পাশে দিয়েছেন৷

অনশনরত পরীক্ষার্থীদের সংগঠনের কাছে নিজে হাতে একটি চিঠি লিখে পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায়৷ চিঠিতে  এসএসসি পরীক্ষার্থীরা যে কষ্ট সহ্য করে এই অনশনের মাধ্যমে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করছেন, তার কথাও তুলে ধরেন তিনি৷ লিখেছেন, “এই অবস্থাতেও রাজ্য সরকার এই অনশনকারীদের দাবিদাওয়া মেটানোর ক্ষেত্রে কোনও সদর্থক ব্যবস্থা নিচ্ছে না৷ এটা সহ্য করা যাচ্ছে না৷ সরকারের কাছে অনুরোধ, তারা যেন এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে৷’’

SSC-র অনশন: শঙ্খ ঘোষের পর এবার সৌমিত্রর খোলা চিঠিএর আগেও শঙ্খ ঘোষ থেকে শুরু করে নাট্যকার বিভাস রায়, অভিনেতা বাদশা মৈত্র, মন্দাক্রান্তা সেনের মতো ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে সমর্থন জানিয়েছেন অনশনকারীদের৷ এদিকে এসএসসি-র প্রার্থীদের অনশন আজ ২৫ দিনে পড়ল। অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃষ্টিতে ভিজে জ্বরেও ভুগছেন, মশার কামড়ে তাঁদের প্রাণ ওষ্ঠাগত। শনিবার সকালেই অনষনমঞ্চে এসে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন সিপিএম নেতা বিমান বসু, তাঁকে দেখেই ক্ষোভ উগরে দিয়েছেন প্রার্থীদের অভিভাবকরা। তাঁদের দাবি, শিক্ষামন্ত্রীকে নয় মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানান বিমানবাবু, দিদিকে ভোট দিয়ে ক্ষমতায় আনা হল আর তিনিই আমাদের ছেলেমেয়েদের দেখছেন না। এখনও যদি সচেতন না হন তাহলে আমরাই বৃহত্তর আন্দোলনের পথে যাব।

শিক্ষাবিদ মীরাতুন নাহার ইতিমধ্যে অনশন মঞ্চ থেকে ঘুরে গিয়েছেন, কবি শঙ্কঘোষ রাজ্যের ভাবি শিক্ষকদের দূরাবস্থার কথা শুনে কেঁদে ফেলেছেন। তিনি বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাসও দিয়েছেন। অনশনকারীদের উদ্দেশ্যে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের যুগ্মসম্পাদক কীংকর অধিকারী বলেন, “অনশন মঞ্চে বিভিন্ন সংগঠন আসছে এবং সহানুভূতি জানিয়ে চলে যাচ্ছে।এ দিয়ে দাবি আদায় হবে না।এই আন্দোলনকে জয়ের দৌড় গোড়ায় পৌঁছাতে হলে দলমত নির্বিশেষে সমস্ত সংগঠনকে আহ্বান জানিয়ে বৃহৎ আন্দোলনের কর্মসূচি স্থির করতে হবে। সারা রাজ্যে সমস্ত স্কুলগুলির শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে।এই দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলতে পারলে ওয়েটিং লিস্টে থাকা সমস্ত এসএসসি চাকরি প্রার্থীরা শিক্ষকতার কাজে যোগ দিতে পারবেন।”

এই আবেদনে অনশনকারীরা আশ্বস্ত হয়েছেন, তাঁরা নিজেরা আলোচনা করে বিষয়টি স্থির করবেন বলে জানিয়েছেন।এদিন অনশন মঞ্চে উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অনামিকা চক্রবর্তী, সুলগ্না পাল, অফিস সম্পাদক অয়ন পাল। উপস্থিত ছিলেন রহতপুর হাই মাদ্রাসার লড়াকু প্রধান শিক্ষক শহিদুর রহমান, বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =