SSC-র অনশনে ফের দুর্যোগের ঘনঘটা, মারণ রোগ ছড়ানোর আশঙ্কা

কলকাতা: আজ সন্ধ্যার মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার হাওয়া অফিসের পূর্বাভাস জারি হতেই ফের আতঙ্কের প্রহর গুনছেন SSC-র অনশনরত চাকরিপ্রার্থীরা৷ কেননা, টানা ১৫ দিনের অনশন চললেও এখনও মাথার উপর ছাউনি তৈরির অনুমতি

ccef80e11e2ffdc05a3ca0f791faf584

SSC-র অনশনে ফের দুর্যোগের ঘনঘটা, মারণ রোগ ছড়ানোর আশঙ্কা

কলকাতা: আজ সন্ধ্যার মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার হাওয়া অফিসের পূর্বাভাস জারি হতেই ফের আতঙ্কের প্রহর গুনছেন SSC-র অনশনরত চাকরিপ্রার্থীরা৷

কেননা, টানা ১৫ দিনের অনশন চললেও এখনও মাথার উপর ছাউনি তৈরির অনুমতি দেয়নি পুলিশ৷ খোলা আকাশের নীচে কোনক্রমে ত্রিপল টাঙিয়ে বৃষ্টির সঙ্গে যুদ্ধ করেছেন চাকরিপ্রার্থীরা৷ একদিনে শীতের প্রকোপ অন্যদিকে, গরম৷ দু’য়ে মিলে নরকযন্ত্রণায় সামিল চাকরি-প্রার্থীদের একাংশ৷ দিনে দিনে লাফিয়ে বাড়ছে অসুস্থ প্রার্থীর সংখ্যা৷ তার উপর ছড়িয়েছে ডেঙ্গু৷ নতুন করে বৃষ্টি হলে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা চাকরিপ্রার্থীদের৷

এমনিতে স্বাস্থ্যকর পরিবেশ৷ পাশেই রয়েছে খোলা নর্দমা৷ একটু দুরের রয়েছে মশার আঁতুড়ঘর, জলাজমি৷ মাথার উপরে খোলা আকাশ৷ মাথা গোজার অবলম্বন এখন গাছের ছায়া৷ খবরের কাগজ পেতে রাজপথের এককোণে তৈরি হয়েছে বিছানা৷ পানীয় জল থেকে শুরু করে শৌচালয়, নেই রাজ্যের মধ্যেই টানা ১৫ দিন অনশন চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীরা৷ টানা ১৫ দিন ধরে এহেন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থেকে এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন দুই চাকরিপ্রার্থী৷ চাকরিপ্রার্থীদের আশঙ্কা, আজ সন্ধ্যায় নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠতে পারে৷ এমনিতেই টানা অনশন চালিয়ে শয্যাশায়ী বহু চাকরিপ্রার্থী, তার উপর বৃষ্টি ও ডেঙ্গুর আক্রমণের ঘটনায় আতঙ্ক বাড়িয়েছে চাকরিপ্রার্থীদের অন্দরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *