জলপাইগুড়ি: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে হোম সায়েন্স পড়ানো না-হলেও ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাইস্কুলে SSC-র নির্দেশে যোগ দিয়েছেন হোম সায়েন্সের পোস্ট গ্রাজুয়েট শিক্ষিকা৷ অন্য বিষয়ে শিক্ষকের ঘাটতি থাকা সত্ত্বেও কেন ওই বিষয়ের শিক্ষক চাওয়া হল, তার ব্যাখ্যা স্পষ্ট নয়৷
ফের শিক্ষক নিয়োগে শূন্যপদ বিভ্রাট, আদৌ হবে কি নিয়োগ?
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন, ‘ওই বিষয়ে একজন শিক্ষিকা আগে ছিলেন। তিনি বছর তিনেক আগে অবসর নিয়েছেন। তাঁর ছেড়ে যাওয়া পদে এসএসসি থেকে একজনকে পাঠানো হয়েছে।’ কিন্তু শিক্ষা মহলের মতে যদি কোন স্কুল হোম সায়েন্স পাঠক্রম চালু করতে চায়, তাহলে আগে শিক্ষিকা না-চেয়ে বিষয়টি পড়ানোর অনুমোদন চাওয়া উচিত স্কুল কর্তৃপক্ষের।
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
জলপাইগুড়ির জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) স্বপন সামন্ত বলেন, ‘জেলার কোন স্কুলে হোম সায়েন্স পড়ানো হয় বলে আমার জানা নেই।’ স্কুলটির পরিচালন সমিতির সভাপতি তথা পুর কাউন্সিলার বিপ্লব ঘোষ বলেন, ‘স্কুলে পরীক্ষা চলছে। শেষ হলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’
লোকসভার আগে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সম্ভব? পড়ুন বিস্তারিত
বিকাশ ভবন সূত্রে খবর, বিদ্যালয় পরিদর্শকদের জন্যই ভুলের পর ভুল হচ্ছে। কারণ কোন বিষয়ের শিক্ষক চাই, তার তালিকা জানান জেলার বিদ্যালয় পরিদর্শকরাই। এবিভিপির রাজ্য সম্পাদক সপ্তর্ষি সরকার বলেন, ‘আমরা চাই না শিক্ষক নিয়োগ নিয়ে ধূপগুড়িও দাড়িভিট হয়ে উঠুক।’ এসএফআই আন্দোলনে নামতে চলেছে।