কলকাতা: SSC চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধানে বড় পদক্ষের রাজ্যের৷ ১৫ দিনের মধ্যে পাঁচ সদস্যের কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ৷ রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া আশ্বাস শিক্ষামন্ত্রীর৷ (দেখুন ভিডিও)
শুক্রবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‘আমরা চারবার অনশনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেছি৷ বারংবার বলতে চলেছে মেরিট লিস্ট ও প্যানের মধ্যে ফারাক কোথায়৷ কারণ, যোগ্যতা বিসর্জন দিয়ে শিক্ষকতার চাকরি হয় না৷ আইনি পথেই হবে নিয়োগ৷ রাজ্য সরকার ওদের বিষয়ে সহনশীল৷’’ পাশাপাশি এদিন শিক্ষামন্ত্রী জানান, মনীশ জৈনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, লিখিত ভাবে অভিযোগ জমা করা হোক, সমস্ত দাবির সত্যতা প্রমানিত হলে পদক্ষেপ নেবে সরকার।
অনশনরত চাকরিপ্রার্থীদের যোগ্যতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী৷ বলেন, ‘‘অসফল চাকরিপ্রার্থীদের সফল বলে চালানোর চেষ্টা করা হচ্ছে৷’’ চাকরিপ্রার্থীদের অনশনে রাজনৈতিক ছাঁয়া রক্ষা করা যাচ্ছে বলেও ইঙ্গিত করেন শিক্ষামন্ত্রী৷ একই সঙ্গে চাকরিপ্রার্থীদের অনশন তুলে দেওয়ারও বার্তা দেন তিনি৷
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এসএসসি আন্দোলনকারীদের প্রতি মানবিক সরকার৷ চাকরির ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে বিসর্জন দেওয়া যায় না। আইনের মধ্যে থেকেই সমস্যার সমাধান করা হবে। নির্দিষ্ট অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। ওয়েট লিস্ট কখনও প্যানেল হতে পারে না৷ প্যানেল ও ওয়েটিং লিস্টে ফারাক আছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদক্ষেপ করতে হবে এসএসসিকে। চাকরির ক্ষেত্রে মেধাকে বিসর্জন দেওয়া যাবে না। পরীক্ষা তো তাঁরা শুধু দেননি, আরও অনেক মানুষ পরীক্ষা দিয়েছেন। তবে অসহায় আন্দোলনকারীদের সবাই যোগ্য নয়। অনেকে তাঁদেরকে যোগ্য প্রমাণ করার চেষ্টা করছেন। সেটা ঠিক করছেন না। এখানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন অনেকেই৷’’
আরও বলেন, ‘‘রাজ্য সরকার গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে৷ মুখ্যমন্ত্রীও বিষয়টি মানবিক ভাবে দেখতে বলেছেন৷ আর সেই কারণে আজ উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়৷ আমরা এখনও বলছি, যোগ্যতা থাকলে চাকরি হবে৷ আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য আজ পাঁচ সদস্যের কমিটি গঠন করেছি৷ কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে৷’’ সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হলেও সিট যে এখনই আপডেট হচ্ছে না, তাও এদিন তিনি জানিয়ে দেন৷