SSC-র চেয়ার বদলের জের, থমকে যাতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া!

কলকাতা: হাইকোর্টের জট কাটিয়ে আজ, বুধবার শুরু হচ্ছে নবম ও দশম শ্রেণির বাংলা বিষয়ে কাউন্সেলিং৷ একই সঙ্গে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়েও সফল প্রার্থীদের প্যানেল প্রকাশ হয়েছে৷ কিন্তু, শিক্ষক নিয়োগ পর্বের শুরুতেই বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কায় প্রকাশ করছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, দীর্ঘ ছ’বছর শিক্ষক নিয়োগ শুরু হতে না হতেই SSC-র চেয়ারম্যান পদ থেকে শর্মিলার অপসারণ ও

SSC-র চেয়ার বদলের জের, থমকে যাতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া!

কলকাতা: হাইকোর্টের জট কাটিয়ে আজ, বুধবার শুরু হচ্ছে নবম ও দশম শ্রেণির বাংলা বিষয়ে কাউন্সেলিং৷ একই সঙ্গে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়েও সফল প্রার্থীদের প্যানেল প্রকাশ হয়েছে৷ কিন্তু, শিক্ষক নিয়োগ পর্বের শুরুতেই বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কায় প্রকাশ করছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

চাকরিপ্রার্থীদের অভিযোগ, দীর্ঘ ছ’বছর শিক্ষক নিয়োগ শুরু হতে না হতেই SSC-র চেয়ারম্যান পদ থেকে শর্মিলার অপসারণ ও নতুন চেয়ারম্যানের কাজে যোগ দেওয়ার ঘটনায় বিলম্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া৷ রাতারাতি চেয়ারম্যান পদে বদলের ঘটনায় রীতিমতো বিস্মিত স্কুলশিক্ষা মহল৷ চাকরিপ্রার্থীদের আশঙ্কা, চেয়ার বদলের জেরে থমকে যাবে না তো নিয়োগ প্রক্রিয়া? চূড়ান্ত উদ্বেগে দিন কাটাচ্ছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ তবে শিক্ষামন্ত্রী এদিন সে সব বিতর্কে জল ঢেলে স্পষ্ট জানিয়ে দেন, ‘‘শর্মিলার কলেজে ন্যাক আসন্ন৷ তাই নিজে থেকে তিনি অব্যাহতি চেয়েছিলেন৷’’ যদিও শর্মিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বেজে যায়৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =