কলকাতা: ভোট শেষ৷ উঠে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি৷ ক্ষমতা ফিরে পেয়েছে রাজ্য সরকার৷ শুরু হয়েছে দপ্তরে দপ্তরে বদলি, প্রশাসনিক ঘর গোছানোর পালা৷ বদল হয়েছে রাজ্য মন্ত্রীসভাও৷ ভোটের পর প্রশাসন স্বাভাবিক ছন্দে ফেরিতেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ফের চালু করল স্কুল সার্ভিস কমিশন৷
নবম-দশম শ্রেণির তৃতীয় দফার কাউন্সেলিংয়ের নিয়োগপত্র বিলির কাজ শুরু করল কমিশন৷ আজ বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অ্যাপয়েন্টমেন্ট নোটিশ দেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে৷ আগামী ১১ জুন তিনটি দফায় দেওয়া হবে সফল চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র৷ সাফল চাকরিপ্রার্থীদের জন্য বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে৷ প্রতিবেদনের শেষে দেখুন বিস্তারিত নির্দেশ৷
এর আগে আজ বিকেল ডট কমের তরফে তৃতীয় কাউন্সেলিংয়ের নিয়োগপত্র কবে দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়৷ সেখানে জানানো হয়, খুব দ্রুত সফলদের হাতে নিয়োগপত্র তুলে দিতে চলেছে কমিশন৷ আজ বিজ্ঞপ্তি দিয়ে কমিশনের তরফে নিয়োগপত্র বিলির দিনক্ষণ প্রকাশ করা হয়৷ সূত্রের খবর, নবম-দশমে ৭৪০ জনের সুপারিশপত্র জমা পড়েছে৷
WEST BENGAL BOARD OF SECONDARY EDUCATION
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
আরও বিস্তারিত জানতে দেখুন এই লিঙ্কে http://wbbse.org/ssc_ix_x_3nd_ph_transfer_11062019.htm