১৩৫৫ শূন্যপদে কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি SSC-র

১৩৫৫ শূন্যপদে কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি SSC-র

নয়াদিল্লি: কেন্দ্রের সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১৫১৮ শূন্যপদে নিয়োগ৷ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট স্তরে আবেদন করা যাবে৷

যোগ্যতা: বিভিন্ন পদের ভিত্তিতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ এসএসসির নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে৷ আগে করা থাকলে নতুন করে রেজিস্ট্রেশন দরকার নেই৷ রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড দিয়ে নিজের প্রোফাইলের মধ্যে বিভিন্নপদে শিক্ষাগত যোগ্যতার বিত্তিতে আবেদন করা যাবে৷  

বয়সসীমা: বয়সের নিম্নসীমা ১৮, উর্দ্ধসীমা পদ অনুযায়ী পরিবর্তিত৷

আবেদন: অনলাইনে করতে হবে আবেদন৷ বিভিন্ন পদের জন্য আবেদন করা যাবে অনলাইনে৷ পদ অনুযায়ী আলাদা করে আবেদন ফি দিতে হবে৷ আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে৷

আবেদন ফি: আবেদন করার জন্য সাধারণ প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে৷ অনলাইনের মেটানো যাবে ফি৷ সংরক্ষিত ও প্রতিবন্ধী, মহিলা প্রার্থীদের আবেদনের ফি লাগবে না৷ আগামী ২৩ মার্চ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে৷

পরীক্ষা পদ্ধতি: প্রথম পর্বে কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ টাইপ পরীক্ষা নেওয়া হবে৷ পরে স্কিল টেস্ট নেওয়া হবে৷

পূর্ব ভারতের প্রার্থীদের জন্য কলকাতার সেন্টার কোড ৪৪১০, হুগলি জেলার সেন্টার কোড ৪৪১৮ ও শিলিগুড়ির সেন্টার কোড ৪৪১৫৷ অনলাইনে  এসএসসি  রেজিস্ট্রেশন করা যাবে https://ssc.nic.in/Registration/Home এই লিঙ্কে৷  রেজিস্ট্রেশন করা থাকলে অনলাইন আবেদন লিঙ্ক–https://ssc.nic.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 17 =