কথা রাখলেন মুখ্যমন্ত্রী, SSC চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিলেন মমতা

কলকাতা: কথা রাখলেন রাখেননি মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি মনে করাতে আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অনশন করা এসএসি চারকরিপ্রার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল৷ সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা৷ সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন বলে খবর৷ অনশনকারী চাকরিপ্রার্থীদের সমস্যা মেটাতে আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ বৈঠকে সবার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ওই বৈঠকে এসএসসি যুব-ছাত্র

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, SSC চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিলেন মমতা

কলকাতা: কথা রাখলেন রাখেননি মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি মনে করাতে আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অনশন করা এসএসি চারকরিপ্রার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল৷ সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা৷ সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন বলে খবর৷ অনশনকারী চাকরিপ্রার্থীদের সমস্যা মেটাতে আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ বৈঠকে সবার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ওই বৈঠকে এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের পাঁচ সদস্যকে ডেকে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে খবর৷

গত ২৮ মার্চ খোদ মুখ্যমন্ত্রীর আশ্বাসে মেয়ো রোড থেকে ২৯ দিন ধরে চলা অনশন তুলে নেন এসএসসি চাকরিপ্রার্থীরা৷ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী নিজে একটি কমিটি গড়ে দেন৷ জুনের মধ্যে পরিস্থিতি মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি৷ বলেন, ‘‘নির্বাচনী বিধিনিষেধ চালু হওয়ার কারণে আমার হাত পা বাধা৷ আমার কিছু করার নেই৷’’ নির্বাচন মিটলে সমস্যা সমাধানের ইঙ্গিতও দেন তিনি৷ প্রয়োজনে আইন পরিবর্তন করা হতে পারে বলেও জানান মমতা৷ বলেন, ‘‘আমার উপর ভরসা রাখুন৷ দেখছি, নিশ্চিয় কোনও সমধান বেরিয়ে আসবে৷’’ কিন্তু, সেই প্রতিশ্রুতি দেওয়ার চার কাট চললেও সমস্যার সমাধান হয়নি বলে আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে যান চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল৷ সেখানেও মেলে সমস্যা সমাধানের আশ্বাস৷

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, SSC চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিলেন মমতাঅনশনকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মাথায় রেখে তাঁরা তাঁদের অনশন তুলে নিলেও মুখ্যমন্ত্রীর তৈরি কমিটি এখনও কোনও সদর্থক পালন করেনি৷ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে মেধাতালিকায় নাম থাকা সকল পার্থীকে বঞ্চিত করবেন না বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি বলেও তোলা হয়ে অভিযোগ৷ বারংবার স্কুল শিক্ষা সচিব মনীশ জৈনের সঙ্গে আলোচনায় বসা হলেও কোনও ইতিবাচক ভুমিকা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা৷ আর সেই কারণে আজ ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন অনশনকারী এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের পাঁচ সদস্যের প্রতিনিধি৷ আজ, হাফিজুল গাজি, রাকেশ প্রামাণিক, অর্পিতা দাস, তানিয়া শেঠ মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন৷

চাকরিপ্রার্থীদের দাবি-দাওয়া প্রসঙ্গে আগেই আজ বিকেল ডট কমকে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র মিত্র জানিয়েছেন, ‘‘স্কুল সার্ভিস কমিশন তার রিপোর্ট যথাস্থানে পৌঁছে পৌঁছে দিয়েছে৷ কিন্তু, ওই রিপোর্ট নিয়ে কোনও কিছু বলা যাবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =