‘চাকরি নেব, আন্দোলনও চলবে, নবান্ন থেকে চাকরির নির্দেশ আসতেই জানালেন ক্যানসার আক্রান্ত সোমা

‘চাকরি নেব, আন্দোলনও চলবে, নবান্ন থেকে চাকরির নির্দেশ আসতেই জানালেন ক্যানসার আক্রান্ত সোমা

f368cbeb09f9b0139ea31c407c99f520

কলকাতা: রক্তের ক্যানসারে আক্রান্ত এসএসসি-র আন্দোলনরত চাকরি প্রার্থী সোমা দাসকে  অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছে নবান্ন৷ এসএসসি-র নবনিযুক্ত চেয়ারম্যানকে চিঠি দিয়ে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি৷  ওই চিঠিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে শিক্ষিকা পদে সোমার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ নবম-দশম শ্রেণির বাংলা শিক্ষিকা পদে তাঁকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে৷ কিন্তু প্রশ্ন উঠেছিল সোমা কি চাকরি নেবেন? সেই প্রশ্নের জবাব মিলেছে৷

আরও পড়ুন- ক্যানসার আক্রান্ত আন্দোলনকারী সোমাকে দ্রুত নিয়োগ, SSC-কে নির্দেশ নবান্নের

সোমা জানিয়েছেন, তিনি এই চাকরি গ্রহণ করবেন৷ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘চাকরি নিলেও আন্দোলন থেকে সরব না৷ গান্ধী মূর্তির চলাতেই বসে থাকব৷ মেধা তালিকার শেষে যাঁর নাম রয়েছে, তিনি চাকরি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে৷’’

বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা ব্লাড ক্যানসারে আক্রান্ত। অসুস্থতা সত্ত্বেও ২০১৯ সাল থেকে তিনি এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে রাস্তায় পড়ে থেকে আন্দোলন চালিয়ে গিয়েছেন। গত ১৩ এপ্রিল সোমাকে কলকাতা হাই কোর্টে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ শিক্ষকতার চাকরির বদলে অন্য সরকারি চাকরির প্রস্তাবও দেন তিনি৷ কিন্তু সোমা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে সাফ জানান, তিনি শিক্ষকতাই করতে চান। তাঁর কথা শোনার পর বিচারপতি তাঁকে বলেছিলেন, ভবিষ্যতে কোনও সরকারি স্কুলে শিক্ষকতার কোনও শূন্য পদ তৈরি হলে তাঁকে তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতিই এবার পূরণ হল৷