নয়াদিল্লি: দ্বিতীয় বারের জন্য মোদি সরকারের মন্ত্রিসভা গঠন হওয়ার পরপরই খারাপ খবর শোনাল রিলায়েন্স জিও৷ আগামী দু’এক মাসের মধ্যেই ধাপে ধাপে কমপক্ষে ৫ হাজার কর্মী ছাঁটায়ের পথে হাঁটতে চলছে জিও৷ ছাঁটায় তালিকায় রয়েছে রয়েছেন অধিকাংশ চুক্তিভিত্তিক কর্মী৷ তবে স্থায়ী কর্মীদের এখনই ‘পেটে লাথি’ মারার ঝুঁকি নিচ্ছে না মুকেশ অম্বানীর কোম্পানি৷
জানা গিয়েছে, এই মুহূর্তে গোটা দেশে জিওতে স্থায়ী কর্মীর সংখ্যা ২০ হাজারের কাছাকাছি৷ কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? দেশের যখন এক চেটিয়া ব্যবসা করছে জিও, ঠিক তখন কেন কর্মী ছাঁটায়? সংস্থার তরফে জানানো হয়েছে, বিগত কয়েক মাসে জিওর আয় বেশ খানিকটা কমেছে৷ আর সংস্থা চালানোর খরচ বেড়েছে ৮ শতাংশের কাছাকাছি৷ আর তাই অপ্রয়োজনীয় কর্মী সংখ্যা কমানোর জন্যই এই সিদ্ধান্ত৷
মুকেশ অম্বানীর সংস্থা এই মুহূর্ত দেশের বৃহত্তম টেলিকম সংস্থা৷ মুনাফাও প্রচুর৷ জিও এখন পুরো টেলিকম দুনিয়াতে ঝড় তুলেছে৷ জিওর কারণে অন্য সংস্থাগুলিও তাদের রিচার্জ প্ল্যানে বড়বড় বদল এনেছে৷ কিন্তু, তার পরও লোক ছাঁটায়ের সিদ্ধান্তে বিতর্কে জড়িয়ে জিও৷