যোগীর রাজ্যে সিপাহী বিদ্যোহ, ব্যাপারটা কী?

লখনউ: যোগীর রাজ্যে ফের শোরগোল,এবার সরকারের বিরুদ্ধে বিদ্রোহে নামল পিআরডি জওয়ানরা।দীর্ঘদিন ধরেই এই জওয়ানদের দাবি ছিল, পিআরডি আইন তৈরি করে তাঁদের যাবতীয়দাবী পূরণ করুক রাজ্য সরকার। বলাবাহুল্য, সমাজবাদী পার্টির আমল থেকেই এই জওয়ানরা তাঁদের দাবি আদায়ের জন্য লড়ে যাচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে কোনও সুফল পাননি। যোগী সরকার ক্ষমতায় আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায়

যোগীর রাজ্যে সিপাহী বিদ্যোহ, ব্যাপারটা কী?

লখনউ: যোগীর রাজ্যে ফের শোরগোল,এবার সরকারের বিরুদ্ধে বিদ্রোহে নামল পিআরডি জওয়ানরা।দীর্ঘদিন ধরেই এই জওয়ানদের দাবি ছিল, পিআরডি আইন তৈরি করে তাঁদের যাবতীয়দাবী পূরণ করুক রাজ্য সরকার। বলাবাহুল্য, সমাজবাদী পার্টির আমল থেকেই এই জওয়ানরা তাঁদের দাবি আদায়ের জন্য লড়ে যাচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে কোনও সুফল পাননি। যোগী সরকার ক্ষমতায় আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল।

উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় এসেছে অনেক দিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতির ছিটেফোঁটাও পূরণ হয়নি। অথচ প্রতিশ্রুতির নামে যোগী আদিত্যনাথের প্রশাসন এই জওয়ানদের দিয়ে প্রচুর কাজ করিয়ে নিয়েছে। তবে সরকার লাভবান হলেও জওয়ানরা যেখানে ছিল সেখানেই পড়ে আছেন। সামনেই লোকসভা নির্বাচন কেন্দ্রের বিজেপি সরকারের সমর্থনে এই জওয়ানদের ফের কাজে লাগাতে চাইছে যোগী সরকার। ঠিক তার আগেই নিজেদের দাবিদাওয়া বুঝে নিতে তৎপর জওয়নার ফের বিক্ষোভে নেমেছেন। লখনউয়ের হজরতগঞ্জ এলাকার চৌরাহাতে তাঁদের লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে। সরকার যদি দাবিদাওয়া মেনে আইন তৈরি না করে তাহলে এই বিক্ষোভ বৃহত্তর আন্দোলনের পথে যাবে।

জানা গিয়েছে, সরকারের বদান্যতায় তৈরি এই পিআরডি বাহিনী। তাই বিধানসভা ইলেকশন থেকে লোকসভা,আদমশুমারি,সবকিছুতেই নিজেদের সুবিধা মতো এই বাহিনীকে কাজে লাগানো হয়।হাড়ভাঙা খাটনি খাটলেও বেতনের বেলায় লবডঙ্কা।রাজ্যের সামান্য হোমগার্ডরা যা সুযোগ সুবিধা পান তার ছিটেফোটাও এঁদের ভাগ্যে জোটে না। বারবার সরকারের কাছে আবেদন নিবেদন করেও কোনও ফল হয়নি। যখনই প্যারেড গ্রাউন্ডে দাবি আদায়ের জন্য এই সেনাবাহিনীর জওয়ানরা শামিল হয়েছেন তখনই প্রশাসনের তরফে ইতিবাচক আশ্বাস দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি।বছর পাঁচেক আগে এই দাবি আদায়করতে না পেরে গায়ে আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেন দুই বিক্ষুব্ধ জওয়ান। সেবার পুলিশ দুর্ঘটনা রুখে দিয়েছিল। এবারের পরিস্থিতি কিন্তু তার থেকেও ভয়াবহ,কেননা গত পাঁচবছরে উন্নয়নের কিছুই দেখতে পাননি বঞ্চিত জওয়ানরা। এবার তাই সরকার বিরোধী স্লোগানেই মুখর হজরতগঞ্জ। লোকসভা ভোটের আগে যোগীর রাজ্যের এই ছবি এনডিএ-র জন্য অশনি সংকেত হতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 1 =