সরকারি চাকরির খবরের তালিকা দেখুন একনজরে

কলকাতা: চাকরির আকাল৷ দীর্ঘ ভোট পর্ব মিটতেই ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে নিয়োজ বিজ্ঞপ্তি৷ কোন দপ্তরে, কত শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কত আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতাই কী, কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন, তা সংক্ষিপ্ত আকারে তালিকা মাধ্যের প্রকাশ করা হল৷ পরীক্ষা নিয়ামক/ নিয়োগকারী সংস্থা: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। পদ: কনস্টেবল জেনারেল

সরকারি চাকরির খবরের তালিকা দেখুন একনজরে

কলকাতা: চাকরির আকাল৷ দীর্ঘ ভোট পর্ব মিটতেই ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে নিয়োজ বিজ্ঞপ্তি৷ কোন দপ্তরে, কত শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কত আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতাই কী, কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন, তা সংক্ষিপ্ত আকারে তালিকা মাধ্যের প্রকাশ করা হল৷

পরীক্ষা নিয়ামক/ নিয়োগকারী সংস্থা: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। পদ: কনস্টেবল জেনারেল ডিউটি। শূন্যপদ: ১২১ । বয়সসীমা: ১৮-২৩ বছর। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: অনলাইনে ২১ জুন ২০১৯ এর মধ্যে। ওয়েবসাইট: www.recruitment.itbpolice.nic.in ।

পরীক্ষা নিয়ামক/ নিয়োগকারী সংস্থা: লাইফ ইন্সিয়োরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। পদ: আপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার। শূন্যপদ: ৯২২ । বয়সসীমা: ২১-৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ৯ জুন ২০১৯ । ওয়েবসাইট: http://www.liclindia.in ।

পরীক্ষা নিয়ামক/ নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়ান কোস্ট গার্ড। পদ: নাবিক। শূন্যপদ:  বয়সসীমা: ১৮-২২ বছর। শিক্ষাগত যোগ্যতা: ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১০ জুন ২০১৯ । ওয়েবসাইট: http://joinindiancoastguard.gov.in ।

পরীক্ষা নিয়ামক/ নিয়োগকারী সংস্থা: ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পদ: স্পেশালিষ্ট অফিসার। শূন্যপদ: ৫৭৯ । বয়সসীমা: পদ অনুযায়ী বিভিন্ন। শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী বিভিন্ন। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১২ জুন ২০১৯। ওয়েবসাইট: https://bank.sbi/careers ।

পরীক্ষা নিয়ামক/ নিয়োগকারী সংস্থা: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। পদ: অ্যাসিস্ট্যান্ট। শূন্যপদ: ২৮০ । বয়সসীমা: ২০-২৭ বছর। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ জুন ২০১৯ । ওয়েবসাইট: www.epfindia.gov.in ।

পরীক্ষা নিয়ামক/ নিয়োগকারী সংস্থা: ভারতীয় বায়ুসেনা। পদ: কমিশনড অফিসার। শূন্যপদ: ২৪২ । বয়সসীমা: পদ অনুযায়ী বিভিন্ন।  শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী বিভিন্ন। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ জুন ২০১৯। ওয়েবসাইট: https://careerindiaairforce.cdse.in ।

পরীক্ষা নিয়ামক/ নিয়োগকারী সংস্থা: ভারতীয় নৌসেনা। পদ: ১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিম। বয়সসীমা: জন্ম তারিখ ৭.৭.২০০০ থেকে ১.১.২০০৩ তারিখ এর মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: ফিজিস্ক, কেমিস্ট্রি, ম্যাথমেটিস্কে ৭০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১৭ জুন ২০১৯ । ওয়েবসাইট: www.joinindiannavy.gov.in ।

পরীক্ষা নিয়ামক/ নিয়োগকারী সংস্থা: সেইল । পদ: ম্যানেজমেন্ট ট্রেনি।  শূন্যপদ: ১৪৩ বয়সসীমা: ২৮ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী বিভিন্ন। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ জুন ২০১৯ । ওয়েবসাইট: www.sail.co.in ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =