Aajbikel

টেট ইন্টারভিউয়ের দ্বিতীয় দফার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ, জেনে কবে

 | 
চাকরি

কলকাতা:  প্রাথমিকে টেট উত্তীর্ণদের প্রথম দফার ইন্টারভিউ মঙ্গলবার শেষ হয়েছে৷ এর একদিন পরেই টেটের দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ সালের ১০ জানুয়ারি প্রাথমিকে টেট উত্তীর্ণদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউ হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হয়েছে৷ দ্বিতীয় দফাতেও কিন্তু কলকাতাতেই ইন্টারভিউ হবে। রেজিস্ট্রেশনের সময় যে সকল প্রার্থী ইন্টারভিউয়ের জন্য কলকাতাকে বেছে নিয়েছিলেন, তাঁদের মধ্যে থেকে ২৫০ জন চাকরিপ্রার্থীকে ১০ তারিখ ডাকা হবে। বছর শেষে ইন্টারভিউয়ের ডাক পেয়ে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া চাকরি মহলে।

ইন্টারভিউয়ের সময়, স্থান সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য প্রার্থীদের মেল করে জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টাল থেকেও কল লেটার ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা৷


সূত্রের খবর, গোটা ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছ ভাবে করতে ভিডিয়োগ্রাফি করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিভিন্ন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাম্প্রতিক অতীতে যেভাবে একের পর এক কেলেঙ্কারি-দুর্নীতির খবর উছে এসেছে, তাতে আগে থেকেই স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে পর্ষদ।

পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিপ্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড, টেট পাশের নথি, বিএড অথবা ডিএলএড/ ডিএড-এর মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, ভোটার বা আধার কার্ড, নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো এবং জাতিগত শংসাপত্র থাকতে তা সঙ্গে রাখতে হবে।

Around The Web

Trending News

You May like