কলকাতা: বনদপ্তরের মহিলা কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য এবার তাঁদের হাতে ‘স্কুটি’ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মর্মে বনদপ্তরের কাছে ৪৮টি স্কুটি এসেছে। খুব শীঘ্রই এগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা মহিলা বনকর্মীদের হাতে তুলে দেওয়া হবে৷
বনদপ্তরের এক কর্তা জানান, ইতিমধ্যেই বনদপ্তরের হেড অফিস অরণ্য ভবনে সমস্ত স্কুটি চলে এসেছে। তা বিভিন্ন জেলায় জেলায় পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সব রেঞ্জ বা বিট অফিস খুব বড় হয় না। এমনকী সব জায়গায় গাড়িতে যাতায়াতের সুযোগও থাকে না। তাই বনকর্মীদের বাইক দেওয়া হয়৷ কিন্তু, মহিলা বনকর্মীদের বাইকে যাতায়াত করতে কিছুটা অসুবিধা হয়। তাই এবার তাঁদের হাতে স্কুটি তুলে দেওয়া হবে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেঞ্জ বা বিট অফিসে প্রায় ১৫০’র মতো মহিলা বনকর্মী কাজ করছেন, যাঁদের রোজ ফিল্ডে যাতায়াত করতে হয় বিভিন্ন কাজে। সেই কাজে আরও সুবিধা হবে, এই কথা মাথায় রেখেই তাঁদের হাতে এবার স্কুটি তুলে দেওয়া হবে। আপাতত ৪৮ জন মহিলা বনকর্মীর হাতে এগুলি তুলে দেওয়া হচ্ছে। আগামী আর্থিক বর্ষে বাকি মহিলা কর্মীদের জন্যও স্কুটি কেনা হবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।