একনজরে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের পরীক্ষার সূচি

আগামী তিন মাসে একাধিক কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ একনজরে দেখেনিন, কোন সংস্থায় কেব পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে৷ এসএসসি – কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, ২০১৭ পরীক্ষা (টিয়ার ২) – ১৮ – ২০ /০১/ ২০১৮ এসএসসি – মাল্টি টাস্কিং স্টাফ (নন – টেক), ২০১৬ পেপার ২ – ২৮ /০১/ ২০১৮ ইউপিএসসি – কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস

একনজরে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের পরীক্ষার সূচি

আগামী তিন মাসে একাধিক কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ একনজরে দেখেনিন, কোন সংস্থায় কেব পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে৷

এসএসসি – কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, ২০১৭ পরীক্ষা (টিয়ার ২) – ১৮ – ২০ /০১/ ২০১৮

এসএসসি – মাল্টি টাস্কিং স্টাফ (নন – টেক), ২০১৬ পেপার ২ – ২৮ /০১/ ২০১৮

ইউপিএসসি – কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস (১), ২০১৮ – ০৪/০২/২০১৮

সিন্ডিকেট ব্যাঙ্ক – পিও – ১৮/০২/২০১৮

কানাড়া ব্যাঙ্ক – পিও – ০৪/০৩/২০১৮

ইউপিএসসি – সিভিল সার্ভিস, ২০১৮ প্রিলিমিনারি পরীক্ষা – ০৬/০৩/২০১৮

ইউপিএসসি – ফরেস্ট সার্ভিস, ২০১৮ প্রিলিমিনারি পরীক্ষা – ০৬/০৩/২০১৮

এসএসসি – হায়ার সেকেন্ডারি লেভেল, ২০১৭ পরীক্ষা (টিয়ার ১) – ৪ – ২৬ /০৩/ ২০১৮

ইউপিএসসি – এনডিএ এন্ড এনএ পরীক্ষা (১), ২০১৮ – ২২/০৪/২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 3 =