২০২০ সালে কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরি পরীক্ষার সূচি, পড়ুন বিস্তারিত

চাকরির বাজর মন্দা৷ রেকর্ড গড়েছে দেশের বেকারত্ব৷ তলানিতে দেশের অর্থনীতি৷ তবুও, আশার আলো এখনও নিভে যায়নি৷ মন্দার বাজারেও চলছে কোনও কোথাও নিয়োগ৷ ফলে, আগামী দিনে কোথায় কী নিয়োগ পরীক্ষা হতে চলেছে, তা জানাটা জরুরি চাকরিপ্রার্থীদের৷ আজ বিকেল ডট কমের তরফে নতুন বছরে কেন্দ্র ও রাজ্য সরকারের পরীক্ষার সম্ভব্য সূচি প্রকাশ করছে চাকরিপ্রার্থীদের সুবিধার্থে৷

কলকাতা: চাকরির বাজর মন্দা৷ রেকর্ড গড়েছে দেশের বেকারত্ব৷ তলানিতে দেশের অর্থনীতি৷ তবুও, আশার আলো এখনও নিভে যায়নি৷ মন্দার বাজারেও চলছে কোনও কোথাও নিয়োগ৷ ফলে, আগামী দিনে কোথায় কী নিয়োগ পরীক্ষা হতে চলেছে, তা জানাটা জরুরি চাকরিপ্রার্থীদের৷ আজ বিকেল ডট কমের তরফে নতুন বছরে কেন্দ্র ও রাজ্য সরকারের পরীক্ষার সম্ভব্য সূচি প্রকাশ করছে চাকরিপ্রার্থীদের সুবিধার্থে৷

এক নজরে দেখেনিন এসএসসির সম্ভব্য পরীক্ষা সূচি-

কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (টিয়ার ১) পর্বের পরীক্ষা হতে পারে আগামী বছর অর্থাৎ ২০২০ সা ২ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে৷ এর পরই রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ২০১৯ পরীক্ষা৷ টিয়ার ২-এর জন্য৷ পরীক্ষা হতে পারে ২০২০ সালের ২২ জুন থেকে ২৫ জুন৷ এরপর রয়েছে, সিলেকশন পোস্টের পরীক্ষা৷ ২০২০ সালের ১০ জুন থেকে ১২ জুনের মধ্যে পরীক্ষা হতে পারে৷ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টিয়ার ১ পরীক্ষা হতে পারে ২০২০ সালের ১৬ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে৷

এক নজরে দেখেনিন ইউপিএসসির সম্ভব্য পরীক্ষা সূচি-

এনডিএ অ্যান্ড এনএ পরীক্ষা আগামী বছর অর্থাৎ ২০২০ সালের ১৯ এপ্রিল নাগাদ৷  এরপর সিভিল সার্ভিস প্রিলি পরীক্ষা হতে পারে ২০২০ সালের ৩১ মে নাগাদ৷

এক নজরে দেখেনিন অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারি পরীক্ষা সম্ভব্য পরীক্ষা সূচি-

আইবিপিএস স্পেশালিস্ট অফিসার পদে মেইন পরীক্ষা হতে পারে ২০২০ সালের ২৫ জানুয়ারি৷  আইবিপিএস ক্লার্কের মেইন পরীক্ষা হতে পারে ২০২০ সালের ১৯ জানুয়ারি৷ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে মেল ও পিএমটি ও পিইটি পরীক্ষা হতে পারে ২০২০ সালের ৭ জানুয়ারি৷ পিএসসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে মেইন পরীক্ষা হতে পারে ২০২০ সালের ১১ জানুয়ারি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *