কাউন্সেলিংয়ের দিনক্ষণ চূড়ান্ত করল SCC, জারি বিজ্ঞপ্তি

আজ বিকেল: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে শিক্ষাকর্মী (গ্রুপ-ডি ও গ্রুপ-সি ক্লার্ক) নিয়োগের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল কমিশম৷ আগামী ৩১ ডিসেম্বর সাড়ে ১০টায় ওয়েটিংলিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের সূত্রে জ্ঞাতব্য বিষয়ের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে বলা হয়েছে।

কাউন্সেলিংয়ের দিনক্ষণ চূড়ান্ত করল SCC, জারি বিজ্ঞপ্তি

আজ বিকেল: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে শিক্ষাকর্মী (গ্রুপ-ডি ও গ্রুপ-সি ক্লার্ক) নিয়োগের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল কমিশম৷ আগামী ৩১ ডিসেম্বর সাড়ে ১০টায় ওয়েটিংলিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের সূত্রে জ্ঞাতব্য বিষয়ের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে বলা হয়েছে। কাউকে কোনও আলাদা চিঠি বা হার্ড কপি পাঠানো হবে না৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:
http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Norice_GrpC_GrpD_Counselling_Phase-4-28.12.2018.pdf
ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে নিজের ১৬ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 19 =