চাকরির সুযোগ দিচ্ছে এসসিবি

চাকরির সুযোগ দিচ্ছে এসসিবি

সেকেন্দ্রাবাদ: ক্যান্টনমেন্ট বোর্ড, সেকেন্দ্রাবাদ একাধিক পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের http://www.canttboardrecruit.org/ ক্যান্টনমেন্ট বোর্ডের রিক্রুটমেন্ট সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ ২১ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

শূন্যপদের বিবরণ:
বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ক্যান্টনমেন্ট প্ল্যানার ৪, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ২, স্যানিটারি ইন্সপেক্টর ১, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার ৫, ফার্মাসিস্ট ২, নার্স ২, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ১, ড্রেসার ১, ওয়ার্ড সার্ভেন্ট ২টি শূন্যপদ রয়েছে।

 

বয়স: 
আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

 

নির্বাচন প্রক্রিয়া:
উক্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে। ড্রেসারের পদের জন্য দক্ষতার পরীক্ষা হবে। সেটার প্রশ্নপত্র হবে ইংরাজিতে৷ তবে কোনও পদের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে না। অনলাইন পরীক্ষার স্থান, তারিখ, সময় ঠিক সময়ে www.canttboardrecruit.org ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইট www.canttboardrecruit.org এ গিয়ে নতুন ব্যবহারকারী অপশনে ক্লিক করে ক্যান্ট বোর্ডে ড্রপ ডাউন বিকল্প থেকে সেকেন্দ্রাবাদ নির্বাচন করতে হবে৷  এবার প্রার্থীরা যে পোস্টের জন্য আবেদন করতে চাইবেন সেটার ওপর ক্লিক করে মোবাইল নম্বর লিখে ওটিপি পেতে ক্লিক করতে হবে৷ মোবাইলে ওটিপি আসবে৷ ওটিপি এবং বৈধ কোডটি পূরণ করে জমা দিতে ক্লিক করতে হবে৷ এরপর আবেদনপত্র পূরণ করে একটি ছবি এবং সই আপলোড করার পর আবেদন শুল্ক দিতে হবে।
বিস্তারিত জানতে http://www.canttboardrecruit.org/at ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =