নয়াদিল্লি: নতুন বছরে চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর শোনাল ভারতের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়৷ নতুন বছরের শুরুতেই ৮০৯০ শূন্যপদে জুনিয়র অ্যাসোশিয়েটনিয়োগের বিজ্ঞপ্তি (CRPD/CR/2019-20/20) এসবিআইয়ের৷
এই পদে রয়েছে আকর্ষণীয় বেতন৷ মূল বেতন হবে ১১ হাজার ৭৬৫ টাকা থেকে ৩১ হাজার ৪৫০ টাকা৷ চাকরির শুরুতে মূল বেতন হবে ১৩ হাজার ০৭৫ টাকা৷ সঙ্গে থাকছে গুচ্ছ ভাতা৷
২০২০ সালের পয়লা জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷
যে কোনেও শাখায় স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন৷ চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ মোট ৮০৯০ শূন্যপদে হলে নিয়োগ৷ বেঙ্গল সার্কেলে ৬১২টি শূন্যপদ রয়েছে৷ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রার্থীদের জন্য ২৬টি শূন্যপদ রয়েছে৷ সিকিমের জন্য রয়েছে ১২টি শূন্যপদ৷ ওড়িশার ক্ষেত্রে রয়েছে ৪২৫টি শূন্যপদ৷ বিহারে রয়েছে ২৩০টি শূন্যপদ৷ অসমে ১৮২, ত্রিপুরায় ৩৪টি শূন্যপদ রয়েছে৷
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ স্থানীয় ভাষা চাইয় করা হবে প্রার্থীদের৷ যে সার্কেলের জন্য আবেদন করবেন প্রার্থীরা, তাঁদের সেই এলাকার স্থানীয় ভাষায় দখল থাকতে হবে৷ দিতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট৷লিখিত পরীক্ষা হবে দুটি পর্বে৷ প্রথমে প্রিলিমিনারি ও পরে মেইন পরীক্ষা হবে৷ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে ১ ঘণ্টার সময়ে৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ মেইন পরীক্ষায় মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে ২ ঘণ্টা ৪০ মিনিট সময়ে৷ এখানেও নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যে৷ এরপর মেইন পরীক্ষা হবে ১৯ এপ্রিল৷ তারপর নিয়োগ৷
এই পদে আবেদনের জন্য সাধারণ প্রার্থীকে ফি বাবদ গুনতে হবে ৭৫০ টাকা৷ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে৷ তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের কোনও ফি দিতে হবে না৷
আবেদন করতে হবে অনলাইনে৷ bank.sbi/careers অথবা www.sbi.co.in/careers লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে৷ থাকতে হবে বৈধ ইমেল আইডি৷ সঙ্গে নির্দিশষ্ট মোবাইল নম্বর৷ আবেদন সময়সীমা আগামী ২৬ জানুয়ারি৷ আরও জানতে উপরে দেওয়া ওয়েবসাইট নজর রাখুন৷