২০০০ শূন্যপদে অফিসার নিয়োগ করছে SBI, শুরু আবেদন অনলাইন

২০০০ শূন্যপদে অফিসার নিয়োগ করছে SBI, শুরু আবেদন অনলাইন

নয়াদিল্লি: উৎসবের আবহে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই৷ ২ হাজার প্রবেশনারি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া৷ আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে৷ প্রিলিম পরীক্ষার পর হবে মেন পর্বের পরীক্ষা৷ তারপর হবে ইন্টারভিউ৷ ধাপে ধাপে হবে প্রার্থী বাছাই৷

বয়স সীমা: ১ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা:  প্রার্থীকে স্নাতক হতে হবে৷ চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারের পড়ুয়ারা আবেদন করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে৷
শূন্যপদ: মোট শূন্যপদ রয়েছে ২০০০টি৷ সাধারণ প্রার্থীদের জন্য রয়েছে ৮১০টি শূন্যপদ৷ তফসিল জাতি প্রার্থীদের জন্য রয়েছে ৩০০টি৷ তফসিল উপজাতিদের জন্য রয়েছে ১৫০টি শূন্যপদ৷ ওবিসিদের জন্য রয়েছে ৫৪০টি শূন্যপদ৷
পরীক্ষা: প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ৩১ ডিসেম্বর থেতে ২,৪ ও ৫ জানুয়ারির মধ্যে৷ এরপর ২৯ জানুয়ারি হবে মেন পরীক্ষা৷
আবেদন: অসংরক্ষিত শ্রেণি ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা৷ তফসিলি প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =