৯০৮৬ শূন্যপদে কর্মী নিয়োগ করছে SBI, পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: ভোটের উত্তাপেও ৯০৮৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার৷ জুনিয়র অ্যাসোশিয়েট বা কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে নিয়োগ করা হবে৷ এই পদের জন্য ১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে হতে হবে৷ জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯১ থেকে ১ এপ্রিল ১৯৯৯-এর মধ্যে থাকতে হবে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী

৯০৮৬ শূন্যপদে কর্মী নিয়োগ করছে SBI, পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: ভোটের উত্তাপেও ৯০৮৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার৷ জুনিয়র অ্যাসোশিয়েট বা কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে নিয়োগ করা হবে৷

এই পদের জন্য ১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে হতে হবে৷ জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯১ থেকে ১ এপ্রিল ১৯৯৯-এর মধ্যে থাকতে হবে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যেকোনও শাখায় স্নাতক হলেই করা যাবে আবেদন৷ অন্তিম বছরের প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে। ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি সার্টিফিকেটধারীদের ক্ষেত্রেও ৩১ আগস্ট ২০১৯-এর মধ্যে পাশ হতে হবে৷ নিয়োগ পেলে মূল বেতন হবে  ১১৭৬৫-৩১৪৫০ টাকা। শুরুতে বেসিক পে ১৩০৭৫ টাকা।

আরও পড়ুন- ১০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি SSC-র

অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের, দুটি ধাপে। প্রিলিমিনারি ও মেইন। প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন থাকবে— ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা। নেগেটিভ মার্কিং থাকবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে মেইন পরীক্ষা দিতে পারবেন। মেইন পরীক্ষায় থাকবে জেনারেল/ ফিনানশিয়াল অ্যাওয়্যারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল ইংলিশ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৬০ নম্বর)। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা ৪০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। জেনারেল ইংলিশ বাদে বাকি বিষয়ে ইংরেজি ও হিন্দিতে পরীক্ষা দেওয়া যাবে। প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় জুন ২০১৯ এবং মেইন পরীক্ষা হবে আগামী ১০ আগস্ট।

বিভিন্ন জোনে ভাগ করে নিয়োগ হবে৷ পশ্চিমবঙ্গের জোন কোড ৪৪৷ আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। আন্দামান-নিকোবরের রাজ্য কোড ১১৷ পশ্চিমবঙ্গে রেগুলার ভ্যাকান্সি রয়েছে, ৫৬৫ (অসংরক্ষিত ২২৮, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ৫৬, তপশিলি জাতি ১২৯, তপশিলি উপজাতি ২৮, ওবিসি ১২৪)৷

আবেদনের জন্য বেশ মোটা অংকের টাকা লাগবে৷ ফি দিতে হবে ৭৫০ টাকা৷ আবেদনের ফি ও ইন্টিমেশন চার্জ সহ৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না৷ শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১২৫ টাকা দিতে হবে৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ আবেদনের পদ্ধতি জানতে এখনই লগইন করুন: http://bank.sbi/careers অথবা http://www.sbi.co.in/careers লিঙ্কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + ten =