আমার মাকে বাঁচান, অনশন মঞ্চে মায়ের জন্মদিনে কান্না একরত্তি ছেলের

কলকাতা: এবার আর মায়ের হাতের পায়েস খাওয়া হল না৷ আগের দিন থেকেই পছন্দের মেনুগুলো জেনে নিয়ে সকাল সকাল রান্নাঘরে মায়ের তোরজোড়টাও মনে পড়ছিল হয়তো৷ তারপর বিকেলে বাইরে কোথাও খাওয়া বা সন্ধ্যেবেলা একঘর বন্ধুদের নিয়ে কেক কাটা আর হৈচৈ-এর প্রস্তুতি৷ আর তারপর মায়ের দেওয়া সারপ্রাইজ গিফট? তারপর হয়তোবা আরও কিছু? সবটাই প্রশ্ন চিহ্ন হয়ে থেকে গেল৷

আমার মাকে বাঁচান, অনশন মঞ্চে মায়ের জন্মদিনে কান্না একরত্তি ছেলের

কলকাতা: এবার আর মায়ের হাতের পায়েস খাওয়া হল না৷ আগের দিন থেকেই পছন্দের মেনুগুলো জেনে নিয়ে সকাল সকাল রান্নাঘরে মায়ের তোরজোড়টাও মনে পড়ছিল হয়তো৷ তারপর বিকেলে বাইরে কোথাও খাওয়া বা সন্ধ্যেবেলা একঘর বন্ধুদের নিয়ে কেক কাটা আর হৈচৈ-এর প্রস্তুতি৷ আর তারপর মায়ের দেওয়া সারপ্রাইজ গিফট?

তারপর হয়তোবা আরও কিছু? সবটাই প্রশ্ন চিহ্ন হয়ে থেকে গেল৷ কিন্ত এই জন্মদিনেই নতুন করে আরও এক জন্ম হল ছোট্ট ছেলেটির৷ যখন সূদুর উত্তর ২৪ পরগনা থেকে সকাল সকাল বিকাশভবনের সামনে অনশনরত মায়ের সঙ্গে এসে দেখা করল৷

এবছর নিজের জন্মদিনের সারপ্রাইজটা গিফট্-টা ও-ই দিল মাকে৷ এই বিশেষ দিনে মায়ের কর্মজীবনের লড়াইয়ে তার পাশে থেকে উৎসাহ জুগিয়ে৷ নিজের জন্মদিনটা একেবারেই অন্যরকমভাবে পালন করল অনশনরত পার্শ্বশিক্ষিকা প্রমিতা বাগচির ছোট্ট ছেলেটি৷ যা হয়ত ওর জীবনে সবথেকে স্মরনীয় দিন হয়ে থাকবে৷

বেতন বৈষম্য সহ একাধিক দাবিতে সপ্তাহব্যাপী অবস্থান-আন্দোলনে সরকার পক্ষের সারা না মেলায় শনিবার থেকে লাগাতার আমরণ অনশনের শুরু করেছেন পার্শ্বশিক্ষকরা৷ তাদের মূল দাবী ‘সম কাজে সম বেতন’৷

একইসঙ্গে একাধিক দাবিতে গত ১১ নভেম্বর (সোমবার) থেকে বিকাশভবন চত্বরে অবস্থান আন্দোলন চালিয়ে আসছিলেন পার্শ্বশিক্ষকরা৷ এই অবস্থান কর্মসূচি ও অনশনের বসেছেন ৪০ জন পার্শ্ব শিক্ষক৷ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ডাকা এই ধর্না, অনশন কর্মসূচি চলছেই৷ পার্শ্ব শিক্ষকদের ধর্না কর্মসূচি ৬ দিন পেরিয়ে গিয়েছে৷ দু’দিন ধরে চলছে অনশন৷ পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, উস্থি ইউনাইটেড প্রাথমিক শিক্ষক ওয়েলফেয়ার এসোশিয়েশন, শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চ, বিজিটিএ, বৃত্তিমুলক শিক্ষক সংগঠন, কম্পিউটার শিক্ষক সংগঠন, অতিথি অধ্যাপক সংগঠনও৷ রাজনৈতিক দলগুলিও পাশে দাঁড়িয়েছে৷ রাজ্যপালও দিয়েছেন বার্তা৷

এর আগে বিকাশভবন চত্বরে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের অনুমতি দেয়নি সরকার৷ এরপর সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় তারা৷ অবশেষে মেলে জয়৷ এখন সেই বিকাশভবন চত্বরেই চলছে আন্দোলন৷ তবে হাইকোর্টের শর্ত অনুসারে বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরে থাকবেন ৩০০ জন এবং বাকি আন্দোলনকরীরা থাকবেন ৩০০ মিটারের বাইরে৷ পুলিশের তরফ থেকে সেখানে ভিডিওগ্রাফির ব্যবস্থাও করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =