মোটা টাকার চাকরি ছেড়ে গাছের পাতায় শিল্প গড়ছেন সৌরভ

হুগলি: মেধার বিকাশ ঘটাতে বদ্ধপরিকর হুগলি জেলার সিঙ্গুরের যুবক সৌরভ আদক৷ ছোট থেকে তিনি ছবি আঁকতে ভালোবাসতেন৷ তবে বর্তমানে সৌরভ এখন ইঞ্জিনিয়ার৷ কিন্তু ছবি আঁকার টানে গ্রামে ফিরে আসে এসেছেন বারবার৷ গ্রামের বাড়িতে বসে একের পর এক ছবি এঁকে চলেছেন৷ কখনও রেলের টিকিট হাতে, কখনও আবার গাছের পাতা নিয়ে অভিনব পদ্ধতিতে ছবি আঁকতে ভালোবাসেন সৌরভ৷

3 stocks recomended

হুগলি: মেধার বিকাশ ঘটাতে বদ্ধপরিকর হুগলি জেলার সিঙ্গুরের যুবক সৌরভ আদক৷ ছোট থেকে তিনি ছবি আঁকতে ভালোবাসতেন৷ তবে বর্তমানে সৌরভ এখন ইঞ্জিনিয়ার৷ কিন্তু ছবি আঁকার টানে গ্রামে ফিরে আসে এসেছেন বারবার৷

গ্রামের বাড়িতে বসে একের পর এক ছবি এঁকে চলেছেন৷ কখনও রেলের টিকিট হাতে, কখনও আবার গাছের পাতা নিয়ে অভিনব পদ্ধতিতে ছবি আঁকতে ভালোবাসেন সৌরভ৷ বলিউডের তারকা থেকে বর্তমান রাজনীতিবিদ, সকলের ছবি নিজের শিল্পকলায় ফুটে ধরেছেন সিঙ্গুর থানার বাসিন্দা সৌরভ আদক৷ বছর ২৬-এর এই তরুণ ইঞ্জিনিয়ার হয়ে প্রতিষ্ঠা পাওয়ার হাতছানি থাকলেও শিল্পের টানে মোটা টাকার বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন তিনি৷ কারণ ছবি না আঁকলে তাঁর ঘুম আসে না৷

সংসার চালাতে মোটা টাকার মাইনের মোহ ত্যাগ করে আপাতত গৃহশিক্ষকতা করছেন তিনি৷ আর সঙ্গে চুটিয়ে আঁকছেন দেদার ছবি৷ এই মুহূর্তে তাঁর লক্ষ্য, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে রাখা৷ কেননা তিনি যে পদ্ধতিতে ছবি আঁকেন তা একেবারেই অভিনব৷

সৌরভ জানিয়েছেন, জাতীয় স্তরে নাম করে তিনি ধাপে ধাপে একদিন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলবেন৷ এই বিষয়ে তাঁকে স্থানীয়রা প্রশংসা করছেন বলেও জানিয়েছেন সৌরভ৷ একদিন তাঁর এই শিল্পকলা গোটা দেশ কদর করবে বলেও স্বপ্ন সৌরভের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *