বেতন ২.১২ লক্ষ, শুরু ভারতীয় নৌসেনায় নিয়োগের আবেদন

আজ বিকেল: চলতি বছরেই শুরু হচ্ছে ভারতীয় নৌসেনা বাহিনীর নিয়োগ প্রক্রিয়া। যেসব ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা ছয় ও সাত নম্বর সেমেস্টারে ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছেন। তাঁরা সংশ্লিষ্ট পোস্টে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। নৌসেনা বাহিনী নিজস্ব ওয়েবসাইটে নিয়োগের আবেদনপত্র পাওয়ান যাবে৷ গোটা প্রক্রিয়াটি চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল মিলিয়ে ১০০টি বিভাগে নিয়োগ প্রক্রিয়া

70baac7a7cf89703a574545f154b25fd

বেতন ২.১২ লক্ষ, শুরু ভারতীয় নৌসেনায় নিয়োগের আবেদন

আজ বিকেল: চলতি বছরেই শুরু হচ্ছে ভারতীয় নৌসেনা বাহিনীর নিয়োগ প্রক্রিয়া। যেসব ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা ছয় ও সাত নম্বর সেমেস্টারে ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছেন। তাঁরা সংশ্লিষ্ট পোস্টে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। নৌসেনা বাহিনী নিজস্ব ওয়েবসাইটে নিয়োগের আবেদনপত্র পাওয়ান যাবে৷ গোটা প্রক্রিয়াটি চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল মিলিয়ে ১০০টি বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলবে। বিস্তারিত তথ্য জানতে ভারতীয় নৌসেনা বাহিনীর ওয়েবসাইটে লগ ইন করুন। ঠিকানা হল, @ joinindiannavy.gov.in, গোটা প্রক্রিয়াটির আয়োজন করেছে কেরালার এঝিমালাতে অবস্থিত ভারতীয় নৌসেনার অ্যাকডেমি। মোট ১০২টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এনএআইসি পোস্টের জন্য ১২জন, জেনারেল সার্ভিসে ২৭, হাইড্রোগ্রাফি ক্যাডারে তিন, ইঞ্জিনিয়ারিং শাখায় ২৮ ও ইলেকট্রিক্যাল শাখায় ৩২জন।১৯৯৫-র ২ জানুয়ারি থেকে ২০০০-র ১এপ্রিলের মধ্যে যাদের জন্ম একমাত্র সেই রকম প্রার্থীরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা টোল ফ্রি নম্বর ১৮০০-৪১৯-২৯২৯ ফোন করতে পারেন।

চারটি স্তরের পরীক্ষাতে উত্তীর্ণ হলেই নৌসেনার নিয়োগপত্র হাতে পাওয়া যাবে। পদ অনুযায়ী আকর্ষণীয় বেতন প্যাকেজে পাশাপাশি রেলওয়ে কনসেশন, মেডিক্যাল কনসেশন, ন্যূনতম মূল্যে হোস্টেল,বোর্ডিংয়ে থাকার সুযোগ,বাড়ি বা ফ্ল্যাটের জন্য সহজেই বড় অঙ্কের লোন পাওয়ার সুবিধা। যার ইএমআই অবিশ্বাস্য রকমের কম।সেই সঙ্গে এক কোটি টাকার বীমার সুযোগ পাবেন। তাই দেরি না করে সেনাবাহিনীর বিধিনিয়ম অনুযায়ী যাঁরা উপযুক্ত শিগগির ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করুন। যাঁরা নেভিতে চাকরি করার স্বপ্ন দেখেন, এটা তাঁদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *