চলছে অনশন, রাজ্যের ঘুম উড়িয়ে ভোটের বাজারে নয়া কর্মসূচি SSC প্রার্থীদের

কলকাতা: পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবি এবার রাজ্যের সর্বস্তরে ছড়িয়ে দিয়ে মাঠে নামল এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ৷ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সেই বার্তা ছড়িয়ে দিতে সংগঠিত ভাবে আওয়াজ তোলা দাবিও অনশনরত চাকরিপ্রার্থীদের৷ আজ, বুধবার ১৪দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন৷ একদিকে অনশন ও অন্যদিকে রাজ্যের ‘বেহাল শিক্ষা ব্যবস্থা’কে অভিভাবক ও সমাজের

fc92fd07b53ca57e4ded3c3daf72b60f

চলছে অনশন, রাজ্যের ঘুম উড়িয়ে ভোটের বাজারে নয়া কর্মসূচি SSC প্রার্থীদের

কলকাতা: পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবি এবার রাজ্যের সর্বস্তরে ছড়িয়ে দিয়ে মাঠে নামল এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ৷ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সেই বার্তা ছড়িয়ে দিতে সংগঠিত ভাবে আওয়াজ তোলা দাবিও অনশনরত চাকরিপ্রার্থীদের৷ আজ, বুধবার ১৪দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন৷ একদিকে অনশন ও অন্যদিকে রাজ্যের ‘বেহাল শিক্ষা ব্যবস্থা’কে অভিভাবক ও সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের৷

চাকরিপ্রার্থীদের অরাজনৈতিক সংগঠন এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ স্কুল চালাতে হিমশিম খাচ্ছে৷ ক্লাস যেমন ঠিক ঠাক নেওয়া সম্ভব হয় না, তেমন স্কুল শিক্ষায় বিভিন্ন প্রকল্পের কাজ করতেও সমস্যা হয়৷ প্রধান শিক্ষককে সমস্যায় পড়তে হচ্ছে৷ সহকারী-শিক্ষকদের বাড়তি ক্লাস নিতে হচ্ছে৷ বেশি ক্লাস শিক্ষার স্বার্থে নেওয়া যেতেই পারে, কিন্তু বেশি সময় ধরে কাজ করলেই যে কাজ বেশি হবে তার তো নয়৷ বরং সব কুল বাঁচাতে গিয়ে কোন কুলই বজায় থাকে না! ফলে শিক্ষা ব্যবস্থা চলছে গতানুগতিক৷

বর্তমানে সহজে সব কিছু পেতে গিয়ে কেনও কিছুই পূর্ণতা পাচ্ছে না৷ ছাত্র-ছাত্রীরা পঠনপাঠন সঠিক ভাবে না হওয়ায় ফাঁকি দিতে সুবিধা বোধ করে! এতে যে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে৷ এমনকী, অভিভাবকেরা ঢালাও নাম্বারে খুশি হয়ে শিক্ষার অন্তঃসার শূন্যতার দিকে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করে না৷ এমন ভাবে চলতে থাকলে একটা জাতি অতল গহ্বরে তলিয়ে যাবে৷ তাই দাবিটা সবচেয়ে আগে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের পক্ষ থেকে তোলা দরকার৷ প্রতিদিন কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন ও নাগরিক সমাজ বেকার যুবক যুবতীদের সমর্থন করছেন৷ প্রচার করছেন৷ সচেষ্ট হচ্ছেন সমস্যা সমাধানে৷ কিন্তু শিক্ষক সংগঠন ও স্কুলগুলো থেকে আওয়াজ উঠছে না৷ স্কুলগুলিকে আগে উদ্যোগী হতে হবে সমস্ত শূন্যপদে শিক্ষক পাওয়ার ক্ষেত্রে৷

এসএসসিযুব ছাত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে অনশন কর্মসূচির মাধ্যমে গোটারাজ্যে সাড়া ফেলে দিয়েছে শিক্ষক নিয়োগের বেহাল দশা বিষয়ে৷ সেই সঙ্গে রাজ্যের সমস্ত নাগরিকদের কাছে চাকরিপ্রার্থীদের অনুরোধ, সকলেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ ও আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে আপনারাও পথে নামুন, প্রচার করুন, সহযোগিতা করুন, পাশে থাকুন৷ সবার ঐকান্তিক চেষ্টায় বাংলার হৃত গৌরব ফিরে আসবে৷ রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠন ও শিক্ষকদের সমস্ত শূন্যপদে পূরণের জন্য পথে নামতে, আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিকে সমর্থন জানিয়ে কর্মসূচি পালনের আহ্বানও জানিয়েছে এসএসসিযুব ছাত্র অধিকার মঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *