বৃত্তি-সহ কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে রুবি জেনারেল হাসপাতাল

কলকাতা: আগামী বছর ই এম বাইপাস সংলগ্ন রুবি জেনারেল হাসপাতালে ৫০০-রও বেশি শয্যা হতে চলেছে। রুবির ২৫ বছরে পা দেওয়া উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কমলকুমার দত্ত। তিনি জানান, এখন হাসপাতালের শয্যাসংখ্যা ২৭৮। এক লক্ষ বর্গফুটের প্রস্তাবিত অংশ চালু করলে আরও ২৫০ শয্যা বাড়বে। শয্যাসংখ্যা বেড়ে হবে

3bc8fc0cc573a89eddde8c938a720793

বৃত্তি-সহ কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে রুবি জেনারেল হাসপাতাল

কলকাতা: আগামী বছর ই এম বাইপাস সংলগ্ন রুবি জেনারেল হাসপাতালে ৫০০-রও বেশি শয্যা হতে চলেছে। রুবির ২৫ বছরে পা দেওয়া উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কমলকুমার দত্ত।

তিনি জানান, এখন হাসপাতালের শয্যাসংখ্যা ২৭৮। এক লক্ষ বর্গফুটের প্রস্তাবিত অংশ চালু করলে আরও ২৫০ শয্যা বাড়বে। শয্যাসংখ্যা বেড়ে হবে ৫২৮। শয্যা বাড়ানোর পাশাপাশি বোন ম্যারো প্রতিস্থাপনের সুবিধাযুক্ত নতুন অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র চালু করতে চলেছেন তাঁরা। সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন করে ৯০০ জনের কর্মসংস্থান হবে। এই মুহূর্তে রুবি হাসপাতালে ১২০০ জন কাজ করেন।

সংস্থার তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পাশ দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক স্তরে যাতে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য ২০ জন ছাত্রছাত্রীকে তাঁরা দেবেন ‘দীপ্তি’ নামে একটি বৃত্তি। ওই বৃত্তিতে বাছাই করা ২০ জন মাধ্যমিক পাশ পড়ুয়া পরবর্তী দু’বছরের জন্য ৭৫ হাজার টাকার বৃত্তি পাবে। বৃত্তি সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানার জন্য www.rubyhospital.com ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *