RRB Result: রেলের গ্রুপ ডি’র ফলাফল কবে? কীভাবে জানবেন রেজাল্ট?

নয়াদিল্লি: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি-র ৬২ হাজার ৯০৭ পদে লিখিত পরীক্ষার ফলাফল যে কোনও সময়ের মধ্যেই প্রকাশ হতে পারে। আরআরবি’র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘‘ফলাফল দ্রুত প্রকাশিত হবে৷ প্রায় ১.৮৯ কোটি চাকরিপ্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন৷ যদিও পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১.১৭ কোটি চাকরিপ্রার্থী৷ এত বড় সংখ্যক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা একটি বড় কাজ। আমরা

imagesmissing

নয়াদিল্লি: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি-র ৬২ হাজার ৯০৭ পদে লিখিত পরীক্ষার ফলাফল যে কোনও সময়ের মধ্যেই প্রকাশ হতে পারে। আরআরবি’র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘‘ফলাফল দ্রুত প্রকাশিত হবে৷ প্রায় ১.৮৯ কোটি চাকরিপ্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন৷ যদিও পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১.১৭ কোটি চাকরিপ্রার্থী৷ এত বড় সংখ্যক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা একটি বড় কাজ। আমরা চাই না যে ফলাফলে (RRB Group D Result 2019) কোনও ভুলভ্রান্তি হোক৷’’

সূত্রের খবর ১৭ ফেব্রুয়ারি ফল প্রকাশ হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সব আঞ্চলিক ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে৷ দেখে নিন কীভাবে জানতে পারবেন আপনার ফলাফল৷

আরআরবি গ্রুপ ডি ফলাফল কীভাবে জানবেন? (RRB Group D Result)

  • আরআরবি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল জানতে আপনার আঞ্চলিক আরআরবি ওয়েবসাইট খুলুন৷
  • আঞ্চলিক ওয়েবসাইটে দেওয়া গ্রুপ ডি-এর ফলাফলের লিঙ্কে ক্লিক করুন৷
  • এখানে বিভিন্ন তথ্য দিন (যেমন রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ)
  • ফলাফল আপনার পর্দায় আসবে৷
  • এবার আপনি পরবর্তী সময়ের জন্য আপনার ফলাফলের প্রিন্ট আউট নিতে পারেন৷

আরআরবি’র সব অাঞ্চলিক ওয়েবসাইট নিচে দেওয়া হল-

  • আরআরবি আহমেদাবাদ www.rrbahmedabad.gov.in
  • আরআরবি আজমের www.rrbajmer.gov.in
  • আরআরবি এলাহাবাদ www.rrbald.gov.in
  • আরআরবি বেঙ্গালুরু www.rrbbnc.gov.in
  • আরআরবি ভোপাল www.rrbbpl.nic.in
  • আরআরবি ভুবনেশ্বর www.rrbbbs.gov.in
  • আরআরবি বিলাসপুর www.rrbbilaspur.gov.in
  • আরআরবি চেন্নাই www.rrbchennai.gov.in
  • আরআরবি চণ্ডীগড় www.rrbcdg.gov.in
  • আরআরবি গোরখপুর www.rrbgkp.gov.in
  • আরআরবি গুয়াহাটি www.rrbguwahati.gov.in
  • আরআরবি জম্মু www.rrbjammu.nic.in
  • আরআরবি কলকাতা www.rrbkolkata.gov.in
  • আরআরবি মালদা www.rrbmalda.gov.in
  • আরআরবি মুম্বাই www.rrbmumbai.gov.in
  • আরআরবি মুজফফরপুর www.rrbmuzaffarpur.gov.in
  • আরআরবি পাটনা www.rrbpatna.gov.in
  • আরআরবি রাঁচি www.rrbranchi.gov.in
  • আরআরবি সেকান্দ্রাবাদ www.rrbsecunderabad.nic.in
  • আরআরবি শিলিগুড়ি www.rrbsiliguri.org
  • আরআরবি থিরুভনন্তপুরম www.rrbthiruvanthapuram.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *