নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘ লকডাউনের ঘোষণা করা হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা৷ মহামারীর এই পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় অর্থনীতি৷ টান পড়েছে মধ্যবিত্ত জনতার৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই খরচ কমানোর ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ বাড়তি খরচ বাঁচিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ কিন্তু, এই ব্যয় সংকোচনের মধ্যেই সরকারি কর্মচারীদের অবসর বয়স কি কমানো হবে? কর্মচারীদের আশ্বস্ত করে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷
করোনার জেরে তৈরি হওয়া পরিস্থিতির মোকাবিলায় নিজেদের বেতন থেকে ৩০% না নেওয়ার ঘোষণা করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালরা৷ সাংসদের বেতনেও ৩০ শতাংশ কোপ পড়েছে৷ সরকারি খরচ কমাতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে কেন্দ্র৷ ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা আগামী বছর জুলাই পর্যন্ত মিলবে না বলেও বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কেন্দ্র৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের অবসর নিয়ে সোশ্যাল মিডিয়াজুড়ে তৈরি হয়েছিল নানান বিভ্রান্তি৷ সেই বিভ্রান্তি কাটিয়ে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷ কর্মচারীদের অবসরের মেয়াদ কমে যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ঘিরেও সতর্কতা জারি করেছে পিআইবি৷
Claim: A web news portal claims Centre is likely to reduce retirement age of Central Government employees to 50 In #Coronavirus Crisis#PIBFactCheck: The claim made within the report is false. Centre is neither planning nor discussing any such move#COVID19 #IndiaFightsCorona pic.twitter.com/d9jaWnUwxs
— PIB Fact Check (@PIBFactCheck) April 26, 2020