তরুণ বিজ্ঞানীদের জন্য গবেষণার সুযোগ

তরুণ বিজ্ঞানীদের জন্য গবেষণার সুযোগ

কলকাতা: তরুণ বিজ্ঞানীদের গবেষণার সুযোগ দিতে সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের কথা ঘোষণা করেছে সেন্ট্রাল গ্লাস এবং সেরামিক রিসার্চ ইন্সটিটিউট (সিজিসিআরআই)৷ এটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) আওতায় থাকা ল্যাবরেটরিগুলোর মধ্যে অন্যতম। সিজিসিআরআইয়ে সায়েন্টিস্ট পদে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩১ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীরা আবেদনের ফর্ম পাবেন। বিস্তারিত জানতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সিজিসিআরআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.cgcri.res.in/wp-content/uploads/2021/career/ গিয়ে দেখতে হবে।
 

শূন্যপদ
মোট ১৪ জন প্রার্থীকে নিয়োগ করা হবে৷

 

আবেদন পদ্ধতি
https://www.cgcri.res.in/career-2/ এই লিঙ্কে ক্লিক করে প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন৷ প্রার্থীদের আবেদনের পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিয়ে তার পর আবেদন করতে হবে। প্রত্যেক প্রার্থীকে অনলাইনে ফর্ম পূরণ করে তার একটি হার্ড কপি স্বাক্ষর করে প্রয়োজনীয় সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, পাবলিকেশনের রি-প্রিন্ট, কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে) ইত্যাদি ডকুমেন্ট সহ  প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সায়েন্টিস্ট এবং পদের নির্দিষ্ট কোড লিখে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার. সিএসআইআর-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, ১৯৬, রাজা এস.সি মল্লিক রোড, কলকাতা-৭০০০৩২ পাঠাতে হবে৷ 

 

বেতন
কেন্দ্রীয় সরকারের অন্যান্য চাকরির মতোই এখানেও ডিএ, এইচআরএ, টিএ ইত্যাদি পাওয়া যাবে। সপ্তম পে কমিশনের ধারা মেনে মাসিক বেতনের সুবিধা মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 2 =