ফের ছুটির বিজ্ঞপ্তি রাজ্যের, কিন্তু কেন ছুটি? জবাব মমতার

কলকাতা: ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার সরকারি ভাবে ছুটির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার৷ এবারের ছটপুজো পড়েছে নভেম্বরের ২ ও ৩ তারিখ, শনি ও রবিবার৷ শনিবার ও রবিবার ছট পুজো পড়ে যাওয়ায়, সেই ছুটি বাড়িয়ে সোমবার করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে ছুটির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর জারি হয়েছে

ফের ছুটির বিজ্ঞপ্তি রাজ্যের, কিন্তু কেন ছুটি? জবাব মমতার

কলকাতা: ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার সরকারি ভাবে ছুটির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার৷ এবারের ছটপুজো পড়েছে নভেম্বরের ২ ও ৩ তারিখ, শনি ও রবিবার৷ শনিবার ও রবিবার ছট পুজো পড়ে যাওয়ায়, সেই ছুটি বাড়িয়ে সোমবার করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে ছুটির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর জারি হয়েছে বিজ্ঞপ্তি৷

ছটপুজো উপলক্ষ্যে উৎসবে মেতে উঠতে চলেছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ৷ বাদ যাচ্ছে না বাংলা৷ এবারের ছটপুজো শনি ও রবিবার হওয়ায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শনিবার ও রবিবার ছটপুজো হওয়ায় আগামী ৪ নভেম্বর সোমবার ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে নবান্নে৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ছটপুজো উপলক্ষ্যে ৪ নভেম্বর সোমবার রাজ্য সরকারি সমস্ত দপ্তর (জরুরি পরিষেবা বাদে) আরও একদিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ এবার বাংলার ছটপুজোয় মোট তিন দিন ছুটি মিলছে৷ বাংলার ছাড়া অন্য রাজ্যে ছুটে ছুটি দু’দিন৷

শিলিগুড়িতে কমিশনারেটে বিজয় সম্মিলনীতে মুখ্যমন্ত্রী এদিন জানান, ‘‘ছট পুজোয় আমরা এবার ৩ তারিখ পর্যন্ত ছুটি দিয়েছি৷ প্রতিটা পুজোয় আমাদের নজর থাকে৷ এবার ছট পুজো শনি-রবিবার পড়ে যাওয়ায় আমরা অ্যাডজাস্ট করে সোমবার ছুটি দিয়েছে৷ যাতে সবাই আনন্দ করতে পারি৷ করেছি তার কারণ, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি৷’’

দুর্গাপুজো ভালোভাবে মিটে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী গত বুধবার সংবাদমাধ্যমও পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান৷ একইসঙ্গে অভিনন্দন জানান পুজো কমিটিকে৷ পুজোয় একটি দুর্ঘটনাও ঘটেনি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘‘সামনে আমাদের কালী পুজো রয়েছে, দীপাবলি রয়েছে৷ ছট পুজোর রয়েছে৷ ছট পুজো ও কালীপুজো যেহেতু রবিবার পড়েছে, একটা অ্যাডিশনাল হলিডে দেওয়া আছে ভাই ফোটার সাথে৷ যেহেতু কালী পুজা রবিবার পড়েছে৷ ম্যাক্সিমাম ছুটির দিনগুলি রবিবার পড়েছে৷ দুর্গাপুজোও রবিবারের ছুটি পড়ে গেয়েছিল৷ অ্যাডজাস্ট করে আমরা সব করে দিয়েছি৷ রবিবারের দিন ছুটি পড়লে আমরা সোমবার অ্যাডিশনাল একদিন হলিডে মন্ত্রিসভায় আমরা ঠিক করলাম৷ নেক্সট ছুটির ক্যালেন্ডার আমরা প্রকাশ করব৷ আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এটা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =