কলকাতা: উচ্চ প্রাথমিকে প্রথম পর্যায়ে তথ্য যাচাই বা ডক্যুমেন্ট ভেরিফিকেশনে এড়ালেন প্রায় পাঁচ হাজার প্রার্থী৷ গত ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফায় তথ্য যাচাই বা ডক্যুমেন্ট ভেরিফিকেশনের দিন ধার্য করা হয়েছিল৷ তাতে ১৩ হাজার ৮৮টি পদের জন্য মোট ১৭ হাজার ২২ জনকে ডাকা হয়েছিল৷
ডক্যুমেন্ট ভেরিফিকেশনের শেষে দেখা গিয়েছে, সবাই হাজিরই হননি। ইতিমধ্যেই দ্বিতীয় দফার ভেরিফিকেশনের দিন ঘোষণা করেছে কমিশন। যদিও এর বিস্তারিত তথ্য আগামী ২৮ ফেব্রুয়ারি জানানো হবে বলে এসএসসি’র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে৷
কিন্তু উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিংয়ে কেন এত প্রার্থী অনুপস্থিত? কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধাপে ধাপে নিয়োগ হচ্ছে। ফলে একজন শিক্ষক একাধিক জায়গায় আবেদন করেছিলেন। কেউ হয়তো সেখানে পেয়ে গিয়েছেন। তাই এখানে আসেননি। পরবর্তী ভেরিফিকেশনে আশা করা যাচ্ছে অনেকেই আসবেন৷