ফের কমল EPF সুদের হার, মধ্যবিত্ত চাকরিজীবীদের সঞ্চয়ে কোপ

ফের কমল EPF সুদের হার, মধ্যবিত্ত চাকরিজীবীদের সঞ্চয়ে কোপ

f664953114d67602f56bdd12b725f9eb

 

নয়াদিল্লি: আরও এক দফায় কমল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের বার্ষিক সুদের হার৷ চলতি মাসে ইপিএফ সুদের হার নির্ধারণ সংক্রান্ত বৈঠক হওয়ার সুদ কমানোর সিদ্ধান্ত শ্রমমন্ত্রকের৷ কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন বা ইপিএফও অছি পরিষদের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার৷ আর তার জেরে নতুন অর্থবছর শুরুতেই বিপাকে দেশের সাড়ে ছ’কোটি চাকরিজীবী৷

আজ আরও একবার মধ্যবিত্ত চাকরিজীবীদের সঞ্চয় কোপ দিয়ে কমেছে ইপিএফের বার্ষিক সুদের হার৷ ৮.৬৫ শতাংশ থেকে কমে ইপিএফএ সুদের হার দাড়িয়েছে ৫.৫ শতাংশে৷ আজ ইপিএফ এর নতুন সুদের হারের ঘোষণা করেছে শ্রমমন্ত্রক৷ নতুন হারে সুদের হার ঘোষণার পর কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার জানিয়েছেন, আগে যে হারে সুদ দেওয়া হয়েছিল, তাতে চাকরিজীবীদের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল৷ এখন সবদিক বিবেচনা করে সুদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

গত ত্রৈমাসিকে ইপিএফে বার্ষিক সুদ ছিল ৮.৬৫ শতাংশ৷  শেষমেশ কেন্দ্র ইপিএফের মতো গুরুত্বপূর্ণ স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়ে দিল৷ জানা গিয়েছে, ২০১৫ থেকে ২০১৬ অর্থবর্ষ থেকে ২০১৭-২০১৮ অর্থ বছরে ইপিএফের বার্ষিক সুদের হার বাড়েনি৷ প্রতিবার সুদ কমেছে৷ ২০১৫-২০১৬ অর্থবর্ষে ইপিএফে সুদের হার ছিল বছরে ৮.৮ শতাংশ৷ তা নামে ৮.৬৫ শতাংশে দাঁড়িয়েছে ২০১৬-২০১৭ অর্থবছরে৷ ২০১৭-২০১৮ অর্থবর্ষে সুদ কমে দাঁড়ায় ৮.৬৫ শতাংশ৷ লোকসভা ভোটের আগে সুদ বাড়ে হয় ৮.৬৫ শতাংশে৷ এখন ৮.৬৫ শতাংশ হারে সুদ কমিয়ে করা হল ৮.৫ শতাংশ৷

ইপিএফে ৮.৬৫ শতাংশ হারে বার্ষিক সুদ দিতে কেন্দ্রের বছরে খরচ হত ৫৪ হাজার কোটি টাকা৷ এখন সেই টাকা বেশ খানিকটা কমবে৷ কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে ২০ জনের বেশি কর্মী থাকলে ইপিএফওর আওতায় পড়ে৷ মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা বেতন পেলে ইপিএফের মতো সামাজিক সুরক্ষা পরিষেবা পান ওই কর্মী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *