ইস্টার্ন কমান্ডের সিগনাল রেজিমেন্টে নিয়োগ শুরু

ইস্টার্ন কমান্ডের সিগনাল রেজিমেন্টে নিয়োগ শুরু

কলকাতা: কলকাতায় ইস্টার্ন কমান্ডের সিগনাল রেজিমেন্টে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইস্টার্ন কমান্ডের রেজিমেন্ট কুক, মেসেঞ্জার, বার্বার, সুইপার, ওয়াসারম্যান পদে প্রার্থী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে আগামী ২৪ অক্টোবরের মধ্যে৷
 

শূন্যপদ
ওয়াসারম্যান- ৩
কুক- ২
বার্বার- ২
সুইপার- ২
মেসেঞ্জার- ১

 

শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তবে মেসেঞ্জার পদে আবেদনের জন্য অবশ্যই কম্পিউটার জ্ঞান ও দ্রুত টাইপ করার দক্ষতা থাকতে হবে। 

 

বয়স 
ন্যূনতম ১৮ বছর বয়স হলেই এই পদে আবেদন করা যাবে৷ সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে৷ 

 

প্রার্থী বাছাই 
প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর প্র্যাকটিক্যাল স্টেস্টও দিতে হবে। পরীক্ষার তারিখ, স্থান, সময়ের বিষয়ে তথ্য https://indianarmy.nic.in-এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি
উক্ত পদে আবেদনের জন্য চিঠি পাঠাতে হবে The Commanding Officer, HQ Eastern Command Signal Regiment, Fort William, Kolkata – 700021 এই ঠিকানায়। আবেদনপত্রের সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় প্রামাণ্য নথি থাকা আবশ্যিক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + ten =