ফুড সেফটি বিভাগে কর্মী নিয়োগ

ফুড সেফটি বিভাগে কর্মী নিয়োগ

চেন্নাই: ফুড সেফটি অফিসার পদে নিয়োগের জন্য সম্প্রতি তামিলনাড়ু মেডিক্যাল সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের দ্রুত আবেদনপত্র চাওয়া হয়েছে৷ এই বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের এমআরবির অফিসিয়াল ওয়েবসাইট www.mrb.tn.gov.in এ গিয়ে দেখতে হবে৷ অনলাইনে ১৩ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৮ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে৷ 
 

শূন্যপদ
মোট ১১৯টি শূন্যপদ রয়েছে৷ নির্বাচিত প্রার্থীদের তামিলনাড়ুর ফুড সেফটি এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে নিয়োগ করা হবে।

 

নির্বাচন পদ্ধতি
আবেদনপত্র পূরণের আগে সমস্ত যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া জরুরি৷ উল্লিখিত পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা/ সিবিটি নেওয়া হবে। সরকারি নিয়ম মেনে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

 

আবেদন পদ্ধতি
প্রতিষ্ঠানের অপিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “online registration’’ অপশনে ক্লিক করে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে সব নথিপত্র ও আবেদন ফি সহ জমা করতে হবে। ভবিষ্যতের কাজে লাগতে পারে, একথা ভেবে ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রেখে দেওয়া ভালো৷ 

 

আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীদের ৭০০ টাকা দিতে হবে। এসসি, এসটি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 6 =