ফের নিয়োগ কেলেঙ্কারি বাংলায়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ মেধাতালিকা!

জলপাইগুড়ি: নিয়োগে বেনিয়মের অভিযোগে জলপাইগুড়িতে দমকল অফিসের সামনে চাকরিপ্রার্থীদের অবরোধ৷চাকরিপ্রার্থীদের অভিযোগ, সরকারি ভাবে নিয়োগের আগেই সোস্যাল মিডিয়া ঘুরছে দমকলের চাকরির নিয়োগের তালিকা৷ সরকারি ভাবে তালিকা প্রকাশের আগে কীভাবে সোশ্যাল মিডিয়ায় তালিকা ছড়িয়ে পড়ল? তা কিছু জানে না দমকল কর্তৃপক্ষ৷ শুক্রবার মেধাতালিকা প্রকাশ ঘিরে বিভ্রান্তি দেখা দেওয়ায় দমকলের জলপাইগুড়ি ডিভিশনাল অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ৷

ফের নিয়োগ কেলেঙ্কারি বাংলায়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ মেধাতালিকা!

জলপাইগুড়ি: নিয়োগে বেনিয়মের অভিযোগে জলপাইগুড়িতে দমকল অফিসের সামনে চাকরিপ্রার্থীদের অবরোধ৷চাকরিপ্রার্থীদের অভিযোগ, সরকারি ভাবে নিয়োগের আগেই সোস্যাল মিডিয়া ঘুরছে দমকলের চাকরির নিয়োগের তালিকা৷ সরকারি ভাবে তালিকা প্রকাশের আগে কীভাবে সোশ্যাল মিডিয়ায় তালিকা ছড়িয়ে পড়ল? তা কিছু জানে না দমকল কর্তৃপক্ষ৷

শুক্রবার মেধাতালিকা প্রকাশ ঘিরে বিভ্রান্তি দেখা দেওয়ায় দমকলের জলপাইগুড়ি ডিভিশনাল অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ৷ হোয়াটসঅ্যাপে তালিকা প্রকাশ নিয়ে নিজেদের দায়ও এড়িয়ে দমকল আধিকারিক উত্তম দাস জানাচ্ছেন, চাকরির নিয়োগ সংক্রান্ত কোনও তালিকাই অফিসে আসেনি।  চুক্তি ভিত্তিক অক্সিলিয়ারি ফায়ার পার্সোনালের জন্য গত বছরের জুন মাসে একটি পরীক্ষা নেওয়া হয়। জলপাইগুড়ি ডিভিশনাল অফিসে মোট ৪০টি খালি পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ৪১০ জন প্রার্থী।

বৃহস্পতিবার তারই নিয়োগপত্রের তালিকা হোয়াটসঅ্যাপে প্রকাশ পায়। তালিকায় ছিল মোট ৪০ জনের নাম। অভিযোগ, এই ৪০ জনের মধ্যে বেশিরভাগই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। আর তা গোপন করতেই তালিকা প্রকাশের কথা অস্বীকার করছে দমকল দফতর। পাশাপাশি, হোয়াটসঅ্যাপে প্রকাশিত নিয়োগপত্রের তালিকার সত্যতা কতটা সেই নিয়েও উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =