ভারতীয় সেনাবাহিনীতে শুরু নিয়োগ প্রক্রিয়া, পড়ুন আবেদনের নিয়ম

ভারতীয় সেনাবাহিনীতে শুরু নিয়োগ প্রক্রিয়া, পড়ুন আবেদনের নিয়ম

নয়াদিল্লি: করোনা রুখতে জারি হওয়া লকডাউনের জেরে থমকে গিয়েছে একের পর এক নিয়োগ৷ এবার আনলক পর্ব শুরু হতেই ভারতীয় সেনাবাহিনীতে নতুন করে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া৷ সব ঠিকঠাক চললে আগামী মাস থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ভারতীয় সেনাবাহিনীতে৷

ভারতীয় সেনা সূত্রে খবর, আগামী জুলাই ও অগস্ট মাসে হিসার, পতিয়ালা ও চরখি দাদরিতে নিয়োগের জন্য র‌্যালির আয়োজন করা হবে৷ যাঁরা এই র‌্যালিতে অংশ নেবেন, তাঁদের অনলাইনে joinindianarmy.nic.in আবেদন করতে হবে৷

র‌্যালির জন্য ময়দানে প্রবেশের গেটে ভোর ৩টেয় খুলে দেওয়া হবে৷ অনলাইনের আগে থেকে করতে হবে আবেদন৷ ইতিমধ্যেই আবেদন নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে৷ আগামী ৩০ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হরিয়ানার হিসার, জিন্দা, ফতেহবাদ ও সিরসা জেলার সেনাবাহিনীতে নিয়োগের র‌্যালি হবে৷ হরিয়ানার সিরসার শহিদ ভগত সিং স্টেডিয়ামে এই র‌্যালির আয়োজন করা হয়েছে৷ আবেদন করার পর ১৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে৷ জেনারেল ডিউটি থেকে সোলজার জেনারেল ডিউটি, ভারতীয় গোর্খা, সেনা ক্লার্ক ও স্টোর কিপার, টেকনিক্যাল পদে নিয়োগ হবে৷

পাতিয়ালায় র‌্যালি: এই র‌্যালি ১ থেকে ১৩ আগস্ট ১ এডিএসআর মাঠে হবে৷ প্রার্থীদের ২ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে৷ ১৭ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে৷  জেনালেন সেনা ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি, সোলজার ক্লার্ক পদে নিয়োগ হবে৷

চরখি দাদরিতে র‌্যালি: হরিয়ানার রেওয়াড়িতে রাও তুলা রাম স্টেডিয়ামে র‌্যালি হবে, ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত৷ অ্যাডমিট কার্ড ১৬ থেকে ৩০ জুনের মধ্যে সংগ্রহ করতে হবে৷  সোলজার জেনারেল ডিউটি, সোলজার ক্লার্ক, ট্রেডসম্যান পদে নিয়োগ হবে৷

র‌্যালিতে প্রার্থীদের শারীরিক ও মেডিক্যাল পরীক্ষা হবে৷ যোগ্য প্রার্থীদের সাধারণ প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে হবে৷ অ্যাডমিট কার্ডেক সঙ্গে সাদা ব্যাকগ্রাউন্ডে রঙিন পাসপোর্ট সাইজের ২০টি ছবি রাখতে হবে৷ শিক্ষা সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে৷ প্রয়োজনে কাস্ট শংসাপত্র রাখতে হবে৷ অবিবাহিত থাকার শংসাপত্র ও এনসিসি শংসাপত্র রাখতে হবে৷ সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড ও আধার কার্ডের নথি রাখতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =