নয়াদিল্লি: পরিকল্পনা বিভাগের মনিটরিং এবং মূল্যায়ন ইউনিটে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করছে দিল্লি সরকার। দিল্লি প্ল্যানিং ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ উক্ত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা দিল্লি প্ল্যানিং ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট http://delhiplanning.nic.in/-এ গিয়ে আবেদন করতে পারেন ২০ জুলাই পর্যন্ত৷ মনোনীত হওয়ার পর প্রাথমিকভাবে প্রার্থীদের এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷ এই একবছরে প্রার্থীদের কাজ পছন্দ হলে কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ তিন বছরের জন্য বাড়াতে পারে৷ ইন্টার্নদের ছ’ মাসের জন্য নিয়োগ করা হবে।
শূন্যপদ
ডিরেক্টর ১; জয়েন্ট ডিরেক্টর ২; ডেপুটি ডিরেক্টর ২; ইন্টার্ন ৫, সিনিয়ার সিস্টেম অ্যানালিস্ট (লেভেল-১১) ১; যুবক পেশাদার (লেভেল-০৬) ৬;
বয়স
ডিরেক্টর পদে প্রার্থীরা ৫৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন , জয়েন্ট ডিরেক্টর (লেভেল-১২) পদে ৫০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন, ডেপুটি ডিরেক্টর (লেভেল-১১) পদে ৪৫ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (লেভেল-১১) পদে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, যুবক পেশাদার (লেভেল-০৬) পদে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং ইন্টার্ন পদে আবেদনের জন্য বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা
ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টর পদের জন্য প্রার্থীদের ইকোনমিক্স/স্ট্যাটিসটিক্স/ অঙ্ক/ কমার্স/ পাবলিক পলিসি/ অপারেশন রিসার্চ/ ম্যানেজমেন্ট বিষয়ে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে নূন্যতম স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক৷ পিএইচড ডিগ্রি থাকলে আরও ভালো৷
সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (লেভেল-১১) পদে আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে এমসিএ কিংবা বি.টেক অথবা বি.ই উত্তীর্ণ হতে হবে।
প্ল্যানিং এবং স্ট্যাটিসটিক্যাল ক্যাডারের স্ট্যাটিসটিক্যাল সহায়কের নিয়োগ নীতি অনুযায়ী যুবক পেশাদার (লেভেল-০৬) পদের জন্য প্রার্থীর স্ট্যাটিসটিক্স/অপারেশনাল রিসার্চ/ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিক্স/অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকোত্তর/স্নাতক পর্যায়ের একটি বিষয়/পেপার বিষয়ে স্ট্যাটিসটিক্স সহ অর্থনীতি/অঙ্ক/কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ইন্টার্ন পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতকের ডিগ্রি থাকলেই হবে৷ কিন্তু অর্থনীতি/স্ট্যাটিসটিক্স/কমার্স/অঙ্ক বিষয়ে স্নাতক হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷