৪.২৮ লক্ষ টাকা বেতনে সান ফার্মায় কর্মী নিয়োগ

নয়াদিল্লি: সেলস এক্সিকিউটিভ পদে লোক নিচ্ছে সান ফার্মা৷ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বি ফার্মা অথবা বিএসসি৷ ২৬ বছরের কম বয়সিরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন৷ পদে নিযুক্ত হওয়ার পর বেতন হবে বার্ষিক ৪.২৮ লক্ষ টাকা৷ এর সঙ্গে থাকছে আকর্ষণীয় ওয়াকিং অ্যালাউন্স, ইনসেনটিভ এবং অন্যান্য সুবিধা৷ মূলত যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি করে থাকে এই কোম্পানি৷

৪.২৮ লক্ষ টাকা বেতনে সান ফার্মায় কর্মী নিয়োগ

নয়াদিল্লি: সেলস এক্সিকিউটিভ পদে লোক নিচ্ছে সান ফার্মা৷ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বি ফার্মা অথবা বিএসসি৷ ২৬ বছরের কম বয়সিরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন৷ পদে নিযুক্ত হওয়ার পর বেতন হবে বার্ষিক ৪.২৮ লক্ষ টাকা৷ এর সঙ্গে থাকছে আকর্ষণীয় ওয়াকিং অ্যালাউন্স, ইনসেনটিভ এবং অন্যান্য সুবিধা৷

মূলত যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি করে থাকে এই কোম্পানি৷ ম্যানেজারিয়াল পোষ্টের ৮০ শতাংশই কোম্পানিতে কর্মরত যোগ্য কর্মীদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়৷ বিশ্বের ওষুধ কোম্পানি গুলোর মধ্যে বিশেষত্ব জেনেরিক ওষুধ এর ক্ষেত্রে প্রথম স্থানে আছে সান ফার্মা৷

ভারত এই কোম্পানি ৮.২% মার্কেট শেয়ার করে৷ এগারটি বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এই কোম্পানির ওষুধ প্রথম স্থানে আছে৷ দেশের প্রথম সারির তিনশোটি ওষুধের ব্র্যান্ডের মধ্যে এই কোম্পানির ৩০টি ব্র্যান্ড আছে৷ এই কোম্পানির সাড়ে ৯ হাজারেরও বেশি দক্ষ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ দেশের চার লক্ষ ডাক্তারের কাছে পৌঁছে যাচ্ছে৷ যোগাযোগ করতে পারেন sales.position@sunpharma.com এই মেল আইডিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 14 =