২৯৫৮ শূন্যপদে কর্মী নিয়োগ PSC-র, কীভাবে করবেন আবেদন?

২৯৫৮ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে নারী ও শিশু কল্যাণ দফতর৷ আগামী ১৪ মার্চ থেকে অনলাইনে আবেদন করা যাবে৷ ১৬ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন জমা নেওয়ার কাজ৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ স্নাতক উত্তির্ণ হলে করা যাবে আবেদন৷ বাংলা লিখতে, পড়তে ও বলতে জানা বাঞ্ছনীয়৷ বেতন, পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০-৩৭,৬০০

dfe1f4265618e8526ceda9b297e52246

২৯৫৮ শূন্যপদে কর্মী নিয়োগ PSC-র, কীভাবে করবেন আবেদন?

২৯৫৮ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে নারী ও শিশু কল্যাণ দফতর৷ আগামী ১৪ মার্চ থেকে অনলাইনে আবেদন করা যাবে৷ ১৬ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন জমা নেওয়ার কাজ৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ স্নাতক উত্তির্ণ হলে করা যাবে আবেদন৷ বাংলা লিখতে, পড়তে ও বলতে জানা বাঞ্ছনীয়৷ বেতন, পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০-৩৭,৬০০ + গ্রেড পে ৩৬০০৷

১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ৩৯ বছর নির্ধারিত করা বয়েছে৷ সংরক্ষিত আসনে থাকছে বয়সে ছাড়৷ অনলাইন আবেদন শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে৷ চলবে ১৬ এপ্রিল পর্যন্ত৷ অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ এপ্রিল৷ জেনারেল প্রার্থীদের ফি বাবদ ১৬০টাকা ও ৫ শতাংশ অনলাইন সার্ভিস চার্জ সঙ্গে  ২০টাকা অফলাইন ব্যাঙ্কিং চার্জ দিতে হবে৷ সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না৷ প্রার্থীদের আগে ONE TIME ENROLLMENT করাতে হবে৷ করাতে হবে রেজিস্ট্রেশন৷ এরপর প্রার্থীরা নিজেদের আইডি, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন৷

তিনটি পর্যায়ে নেওয়া হবে পরীক্ষা৷ প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের এসসিকিউ টাইপ প্রশ্ন থাকবে৷ দ্বিতীয় পর্বে সফল প্রার্থীরা ৪০০ নম্বরের লিখিত পরীক্ষা বসনেন৷ মৌখিক পরীক্ষা হবে ৫০ নম্বরে৷ নিয়োগ সংক্রান্ত সমস্ত বিবরণ পাওয়া যাবে পিএসসির pscwbapplication.in এই ওয়েবসাইটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *